Hindu ধর্ম নিয়ে Mamata Banerjee-র বক্তব্য সহ খবরের ভুয়ো ছবি ভাইরাল
বুম দেখে ছবিটি ৭ ডিসেম্বর, ২০১৭ প্রকাশিত 'দৈনিক যুগশঙ্খ'-এর প্রতিবেদনের মূল শিরোনামের অংশ কাটছাঁট করে তৈরি করা হয়েছে।
Claim
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘হিন্দু ধর্ম মানি না’ এই শিরোনাম সহ একটি বাংলা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার কাটছাঁট করা ছবিকে বিভ্রান্তিকর ভাবে ফেসবুকে জিইয়ে তোলা হয়েছে। এই ভুয়ো দাবি সহ ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “একজন হিন্দু হিসাবে মমতা ব্যানার্জি ও তার দলকে ভোট না দেওয়ার জন্য এই একটা লাইনই যথেষ্ট।’’ ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট প্রচারের বাদ্যি বেজে গেছে, সেই প্রেক্ষিতেই ধর্মীয় রঙ লাগাতে ছড়ানো হচ্ছে ছবিটি।
FactCheck
বুম দেখে ৭ ডিসেম্বর, ২০১৭ “দৈনিক যুগশঙ্খ”-তে প্রকাশিত প্রতিবেদনের মূল শিরোনাম বিকৃত করা হয়েছে ওই ভাইরাল হওয়া ছবিটিতে। আসল শিরোনাম লেখা হয়েছিল, “বিজেপির হিন্দু ধর্ম মানিনা: মমতা।” একই ছবি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভাইরাল হয়েছিল, সেসময় বুম দৈনিক যুগশঙ্খের নির্বাহী সম্পাদক পল্লব বসুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে 'বিজেপি' কথাটা সরিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণরূপে ভুয়ো খবর।" ২০১৭ সালের ৬ই ডিসেম্বর তৃণমূল যুব কংগ্রেস আয়োজিত সংহতি দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওই বক্তব্য পেশ করেন।