না, এটি তেলেগু সিনেমার জনপ্রিয় নায়কদের ইদ উদযাপনের ছবি নয়
ছবিটি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা 'জনতা গ্যারেজ' এর একটি দৃশ্য। তেলেগু অভিনেতা টি আর রাও জুনিয়ার ও মালায়লি অভিনেতা মোহনলাল ওই সিনেমায় অভিনয় করেছিলেন।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করে দাবি করেছেন ছবিটি তামিল চলচিত্র তরকাদের ইদ উদযাপনের ছবি। ছবিটিতে কয়েকজন ব্যক্তির প্রত্যেককের মাথা টুপি ঢাকা ও গলায় কুফিয়া জড়ানো আছে। তাদের মধ্যে তেলেগু অভিনেতা টি আর রাও জুনিয়ার ও মালায়লি অভিনেতা মোহনলাল রয়েছেন।
পোস্টটিতে ক্যপশন লেখা হয়েছে, ''তামিলের জনপ্রিয় তারকারাও এবার মুসলিমদের সাথে ইদ উজ্জাপন।''
পোস্টটি ৫৭৯ জন লাইক ও ৩৭৬ শেয়ার করেছেন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে জেনেছে, ওই ছবিটি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা 'জনতা গ্যারাজ' এর স্ক্রিন গ্রাব। ছবিটির টিজারে এই দৃশ্যটি দেখা যাবে।
ছবিটির একটি দৃশ্য ব্যবহার করা হয়েছে ফেসবুক পোস্টে। নীচে তার স্ক্রিনশট দেওয়া আছে।
এই ছবিটিতে তেলেগু সিনেমার নায়ক জুনিয়র এন টি আর বা এন টি রামা রাও জুনিয়র ও পদ্মভূষণ প্রাপ্ত মালায়লি নায়ক-গায়ক-প্রোযাজক মোহনলাল ওরফে মোহললাল বিশ্বনাথন। মোহনলাল তেলেগু, হিন্দি ও কন্নড় প্রভৃতি ভাষার চলচিত্রেও আভিনয় করেছেন।
বুম জুনিয়র এন টি আর এবং মোহনলালের এবছরের ইদের শুভেচ্ছা জ্ঞাপনের টুইট খুঁজে পেয়েছে। নীচে দেওয়া হল।