ফ্যাক্ট চেক
‘জাগুয়ারের বদলে অডিতে চড়েই আসতে হল’: সত্যি কি সুহানা খান এ কথা বলেছেন?
না, সুহানা খান জাগুয়ার-এর বদলে অওডিতে চড়তে বাধ্য হওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেননি মোটেও। ‘ফেকিং নিউজ’ নামের একটি স্যাটায়ার ওয়েবসাইট মজার ছলে এই লেখাটি প্রকাশ করে।




Next Story