ফাস্ট চেক
‘বিজেপিকে ভোট দিন’ লেখা স্কার্ফ গলায় জড়ানো রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের ছবিটি ফোটোশপ করা
আসল ছবিটি ছিল বিয়ের পর এই নবদম্পতির মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে সফরের ছবি
Claim
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বিজেপিকে সমর্থন করছেন এবং বিজেপির হয়ে প্রচারও করছেন l
Fact
গলায় ঝোলানো স্কার্ফে লেখা ‘বিজেপিকে ভোট দিন’ কথাগুলি ফোটোশপ করে জোড়া হয়েছে l মূল ছবিটি তোলা হয়েছিল ২০১৮ সালের ৩০ নভেম্বর, যখন সদ্য বিবাহের পর মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে তাঁরা আশীর্বাদ নিতে গিয়েছিলেন l সেই ছবিটিতে (পাশেই দেওয়া) তাঁরা কেবল কমলা রঙের স্কার্ফ পরেছিলেন, যাতে কোনও কিছু লেখা ছিল না l