না এই মেষপালক বালিকার ছবিটি ফ্রান্সের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নয়
আসল ছবিটি মরক্কোর ফোজিয়া নামে অন্য একটি মেয়ের। ২০০৫ সালে ফটোগ্রাফার গিয়াকোমো পিরোজি ওই ছবিটি তোলেন।

ভাইরাল ফেসবুক পোস্টে একটি মেষপালক বালিকার ছবি শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে যে, সেটি ফ্রান্সের প্রাক্তন শিক্ষামন্ত্রী নজাট ভ্যালো বেলকাসেম এর ছবি। ফেসবুক পোস্টটিতে দুটি ছবিকে পাশাপাশি শেয়ার করা হচ্ছে। ডানদিকে রয়েছে নজাট ভ্যালো বেলকাসেম-এর কালো কোট পরিহিত হাতে ফাইল নিয়ে ছবি। বাম দিকের ছবিতে হাতে লাঠি নিয়ে একটি বাচ্চা মেয়েকে একটি মাঠে টিলার উপর বসে থাকতে দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে মেষ চরতে।
পাশাপাশি দুটি ছবিকে সাজিয়ে পোস্টটিতে লেখা হয়েছে, ‘’২০ বছর আগে মেয়েটি মরক্কোতে ভেঁড়া চড়াত। এখন সে ফ্রান্সের শিক্ষামন্ত্রী।’’
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৪২৪ জন লাইক ও ৮ জন শেয়ার করেছে পোস্টটি। পোস্টটি এখানে দেখা যাবে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

তথ্য যাচাই
ডানদিকের কোট পরিহিত মহিলার ছবিটি ফ্রান্সের প্রাক্তন শিক্ষামন্ত্রী নজাট ভ্যালো বেলকাসেম এর ছবি হলেও বাম দিকের মেষপালক মেয়েটির ছবি বেলকাসেমের ছোটবেলার ছবি নয়। নাইজেরিয়ার একটি গণমাধ্যম ২০১৬ সালে ছবি দুটিকে এক সঙ্গে ব্যবহার করলে তা অন্যান্য জায়গায় ভুয়ো ছবি হিসেবে পরিবেশিত হয়।

২০১৬ সালে ফ্রান্সের সংবাদপত্র ল মন্ডের তথ্য যাচাইকারী বিভাগ এটি যাচাই করে জানায় যে ছবিটি বেলকাসেমের নয়।
২০০৫ সালের ১৫ জুন ইউনিসেফের ফটোগ্রাফার গিয়াকোমো পিরোজি মরক্কোতে এই ছবিটি তোলেন। মেয়েটির নাম ফোজিয়া। সেসময় তার বয়স ছিল ৮ বছর। ছবিটি ইউনিসেফের পিডিএফ-এর ২৬ নম্বর পাতায় রয়েছে।

২০১৭ সালে পর্টার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘মেষপালক হিসেবে গণমাধ্যমে প্রকাশ হওয়া খবরগুলি আংশিক সত্য।.. আমি মরক্কোতে জন্মেছি। আমি আমার ঠাকুরদাকে সাহায্য করতাম ছাগল প্রতিপালনে।’’ নিঃসন্দেহে তার ছেলেবেলা কেটেছে দরিদ্রতার মধ্য দিয়ে একথা ওই সাক্ষাৎকারে শিকার করেন তিনি।
২০১৭ সালের জুন মাসে তিনি ভোটে জয়লাভ করতে সক্ষম না হলে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়র সিদ্ধান্ত নেন। খবরটি আগে স্নুপস যাচাই করেছে।