ম্যানহাটনে ট্রেনের ভেতর বৃদ্ধকে হিল জুতো দিয়ে আঘাত করার ছবি বিভ্রান্তিকর দাবি সহ ছড়ানো হচ্ছে
এ'বছরের ২৫ অক্টোবরের ওই ঘটনায় সত্তোরোর্দ্ধ এক বৃদ্ধের খ্রিস্টীয় গাথাতে রুষ্ঠ হয়ে ওই মহিলা তাকে আঘাত করে।

এক বৃদ্ধকে বাইবেল মন্ত্র উচ্চারণের অজুহাতে হিল জুতো দিয়ে মারার ঘটনাকে বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
ফেসবুক পোস্টটিতে দাবি করা হয়েছে ওই বৃদ্ধটি মহিলার দিকে তাকালে জনপ্রিয়তা ও প্রচারের জন্য ওই ঘটনা ঘটায় মহিলাটি। মিথ্যে হয়রানির ভয়ে বাকী ট্রেনের যাত্রীরা কেই এগিয়ে এসে বাধা দেয়নি ওই মহিলাকে। ফেসবুক পোস্টটিতে শেয়ার করা ৪ টি ছবিতে দেখা যাচ্ছে ট্রেনের ভিতরের অংশ। আর বৃদ্ধের মাথা ফুটো হয়ে গলগল করে রক্ত বেরতে। রক্তপাত বন্ধ করতে মাথার ক্ষতস্থান টিসু দিয়ে এক হাত দিয়ে ঢেকে রয়েছেন তিনি।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘আজকের নারীর ক্ষমতায়ন !
শুধুমাত্র একটু ফেমাস আর প্রচারের জন্য পিছনে একটু দূরে দাঁড়িয়ে থাকা 79 বছরের বৃদ্ধকে নিজের হিলতোলা জুতো দিয়ে মেরে মাথা ফাটিয়ে রক্ত বের করে দেয় এক আধুনিক নারী! অজুহাত তাকে নাকি দেখছিলো বয়স্ক লোকটি! মহিলাটির এই কান্ডে হতবাক ট্রেনের বগির বাকি যাত্রীরা কিন্তু কেউ বাঁধা দিতে আসেনি ভয়ে যদি তাদের কেও মিথ্যে অভিযোগ দিয়ে দেয় এই ভয়ে, আইন নারীদের পক্ষে এমনিতেই মেয়ে মারলে দোষ হয়না। সংগৃহীত।’’
১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসে ছবিটি ব্যপকভাবে শেয়ার করা হয়।

পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম ছবিগুলি রিভার্স সার্চ করে এই ঘটনার ভাইরাল ভিডিওটি খুঁজে পেয়েছে। বৃদ্ধটি মহিলার দিকে তাকানোর জন্য তাকে আঘাত করেননি যেমনটি ওই ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে।
ম্যানহাটনের টাইমস স্কয়ারে ২৫ অক্টোবর ২০১৯ সকাল ১০ টা নাগাদ ৭৯ বছর বয়সী ওই বৃদ্ধ বাইবেল হাতে ধর্মীয় গাথা গেয়ে ট্রেনে ধর্ম প্রচার করছিলেন। মহিলা ওই ব্যক্তিকে থামতে বলে। তারপরও ওই বয়স্ক ব্যক্তিটি ধর্ম প্রচার ও গসপেল গাথা (খ্রস্টীয় সঙ্গীত) গাইতে থাকলে মহিলাটি বিক্ষুব্ধ হয়। তার পর ওই ভিডিওতে দেখা যায় সহযাত্রীদের তাকে শুশ্রুষা করার জন্য এগিয়ে আসতে। মাথায় টিসু দিতে দেখা যায়। ভিডিওটি দেখা যাবে এখানে। (সতর্কতা: ভিডিওটি হিংসাত্মক)
এ ব্যাপরে বিস্তারিত পড়তে পারেন এখানেও।
