ভাইরাল হল তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিজেপিতে যোগ দেওয়ার গুজব
ইদ্রিশ আলির ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের বয়ান পরিবর্তন করে পুরনো একটি ইউটিউব ভিডিও থেকেই ছড়ায় এই গুজব।

ফেসবুকে একটি পুরনো ভুয়ো খবরের ইউটিউবের লিঙ্ক শেয়ার করে দাবি করা হচ্ছে তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি বিজেপিতে যোগ দিচ্ছেন। ২ মিনিট ১৫ সেকেন্ডের ওই ইউটিউব লিঙ্কটিতে তৃণমূল সাংসদ নুসরতের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে বসিরহাট এলাকার প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলির ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হচ্ছে। ওই ভিডিওটিতে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে নুসরতের করা প্রশংসা ও শপথ গ্রহন অনুষ্ঠানে স্পিকার ওম বিড়লাকে ওই সাংসদের প্রণাম করার প্রসঙ্গ তোলা হয়েছে। ওই ভিডিওটিতে তোলা হচ্ছে তার স্বামী নিখিল জৈনের প্রসঙ্গও।
ইউটিউবের ওই লিঙ্কটিতে শিরোনাম লেখা হয়েছে, ‘‘তৃণমুলের আরেক ফাটল! ‘স্বামীর কথায় বিজেপিতে যাচ্ছেন নুসরত জাহান। Tmc। Nusrat Joined BJp’’
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৩০০০ জন লাইক করেছেন ওই ভাইরাল ফেসবুক পোস্টটি। শেয়ার করেছেন ২৬৪ জন। ১১১ জন মন্তব্য করেছেন ওই পোস্টটিতে। নেটিজেনরা এটিকে যেমন সত্য খবর ভেবে মন্তব্য করেছেন, আবার অনেকে খবরটির সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করেছেন পোস্টটিতে।
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

তথ্য যাচাই
বুম তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহির বিজেপিতে যোগদানের কোনও খবর গণমাধ্যমে খুঁজে পায়নি।
বুম ওই ফেসবুক পোস্টটিতে দেওয়া ইউটিউব লিঙ্ককটি যাচাই করে দেখে ২ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওটি ২ জুলাই ২০১৯ আপলোড করা হয় ‘চ্যনেল ৪৩০’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি নীচে দেওয়া হল।

ওই ইডটিউব ভিডিওটিতে সূত্র হিসেবে উল্লেখ করা হয় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া বসিরাহাটের প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলির একটি সাক্ষৎকারের কথা। বুম ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ১ জুলাই ২০১৯ প্রকাশিত ওই সাক্ষাৎকারটি খুঁজে পেয়েছে। ইদ্রিশ আলির ওই সংবাদমাধ্যামকে দেওয়া ওই সাক্ষাৎকারের শিরোনাম লেখা হয়েছিল, ‘‘স্বামীর কথায় নুসরত কি বিজেপিতে যাচ্ছেন?’’ তার নীচের লাইনে সুকৌশলে কোটেশান দিয়ে লেখা হয়েছে ‘‘অনেকে বলাবলি করছেন, তবে কি উনি ওঁর স্বামীর কথায় বিজেপিতে যোগ দিতে চলেছেন?’’ তবে এটি যে ইদ্রিশ আলির বক্তব্য তা ওই বাক্যটিতে উল্লেখ করা নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ওই প্রতিবেদনটি পড়া যাবে এখানে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার মূল প্রতিবেদনটির প্রথম অংশে ইদ্রিশ আলির বক্তব্যে লেখা হয় যে, ‘‘অনেকের সন্দেহ হচ্ছে, নুসরত জাহান কি বিজেপিতে যেতে চান? আমার নিজের কথা না, অনেকে বলছেন’’
সাক্ষাৎকারটিতে ওই প্রসঙ্গে বলা ইদ্রিশ আলির বক্তব্য এখানে তুলে দেওয়া হল।
‘‘নুসরত জাহানের ‘আচরণ’ নিয়ে দলের অন্দরে ‘বিভ্রান্তি’ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইদ্রিশ আলি। সিঁদুর-মঙ্গলসূত্র পরে সংসদে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন নুসরত। পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে প্রণাম করা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই নুসরতের বিজেপিতে যোগদান নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইদ্রিশ আলি। এ প্রসঙ্গে বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ বলেন, ‘‘আমাদের মূল শত্রু বিজেপি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। সেখানে উনি প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করছেন। যেখানে আমাদের কোনও সাংসদ প্রধানমন্ত্রীর ভাষণকে সমর্থন করেন না, বাহবা দেন না, সেখানে উনি বাহবা দিচ্ছেন। জানি না, অনেকে বলাবলি করছেন, তবে কি উনি ওঁর স্বামীর কথায় বিজেপিতে যোগ দিতে চলেছেন?’’
২০১৪ সালের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে ইদ্রিশ আলি তৃণমূল কংগ্রেস থেকে লোকসভার সাংসদ হন। ২০১৯ সালে লোকসভা ভোটে ওই আসনে নুসরত জাহান রুহি তৃণমূলের টিকিটে জিতে লোকসভার সাংসদ হন। পরে ইদ্রিশ আলি উলুবেড়িয়া কেন্দ্রে উপনির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন।
বুমের তরফে সাংসদ নুসরত জাহান রুহির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার প্রত্যুত্তর পেলে প্রতিবেদনটি সংস্করণ করা হবে।