ইতালির প্রজাতন্ত্র দিবস উদযাপন ভাইরাল হল ট্রাফালগার স্কোয়ারে ভারতের স্বাধীনতা দিবস পালন হিসাবে
বুম দেখেছে, আসলে ভিডিওটি রোমের পিয়াজা ভেনেসিয়ায় অনুষ্ঠিত ইতালির প্রজাতন্ত্র দিবস উদয়াপনের দৃশ্য।

সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখানো হয়েছে ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসের উদযাপনের সময় লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের মাথার উপর দিয়ে ফাইটার বিমান উড়ে যাওয়ার দৃশ্য।
ভিডিওর ক্যাপশনে লেখা, “সকলকে অনুরোধ করুন এই ভিডিওটি যেন দেখতে না ভোলে। এটি লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের একটি অপূর্ব দৃশ্য, যেখানে ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। জয় হিন্দ!”

বুম-এর হোয়াট্স্যাপ হেল্পলাইন নম্বরেও (৭৭০০৯০৬১১১) বার্তা এসেছে ভিডিওটির সত্যতা যাচাই করে দেখার জন্য।
ফেসবুক এবং টুইটারেও একই ক্যাপশন দিয়ে ভিডিওটি শেয়ার হয়েছে
ভিডিওটি ফেসবুকে ভাইরাল
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
টুইটারেও ভাইরাল
টুইটটি আর্কাইভ করা আছে এখানে। এরকম আরেকটি টুইট আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
খুঁটিয়ে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যাবে, ছবিতে যে পতাকাটি দেখা যাচ্ছে, সেটি ইতালির জাতীয় পতাকা, ভারতের নয়।

ছবিতে যে সৌধটি দেখা যাচ্ছে, সেটিকেও বুম বড় করে, ছেঁটে নিয়ে খোঁজ চালিয়ে দেখেছে, ইতালির রাজধানী রোমে অবস্থিত পিয়াজা ভেনেসিয়া প্রাসাদের সঙ্গেই সৌধটির মিল বেশি।
এটি রোমের পিয়াজা ভেনেসিয়া, লন্ডনের ট্রাফালগার স্কোয়ার নয়

ইতালি প্রতি বছর ২ জুন তার প্রজাতন্ত্র দিবস উদযাপন করে এবং সেই উপলক্ষে তার ত্রিবর্ণরঞ্জিত পতাকাও উত্তোলিত হয়।
এই উদযাপনের সময় লক্ষণীয় হয়ে ওঠে ইতালীয় বিমানবাহিনীর এয়ারোব্যাটিক ইউনিট ফ্রেকে ট্রাইকালারি বা ত্রিবর্ণ তিরের আকাশপথে চমকপ্রদ উড়ান।
ইতালির প্রজাতন্ত্র দিবস’—এই শব্দগুলি বসিয়ে সন্ধান চালিয়ে আমরা ২০১৮ সালে ইতালির প্রজাতন্ত্র দিবস পালন সম্পর্কে ইউরো নিউজ-এর এই প্রতিবেদনটি দেখতে পায়।
ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ফাইটার জেটগুলি পিয়াজা ভেনেসিয়া প্রাসাদের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইতালির পতাকার তিনটি রঙের নকশা আকাশে এঁকে দিয়ে যাচ্ছে।

ফেসবুকে ‘ইতালির প্রজাতন্ত্র দিবস’ শব্দগুলি বসিয়ে সন্ধান করে আমরা একই ধরনের অন্য একটি ভিডিওর খোঁজ পাই, যেটি ২০১৮ সালের ৩ জুন আপলোড করেছে ‘লা’ইটালো আমেরিকানো’ সংবাদপত্র। ভিডিওটির ক্যাপশনঃ “এটা ইতালির প্রজাতন্ত্র দিবস। ইতালীয় ভাষায় ফেস্তা দেল্লা রিপাবলিকা নামে অভিহিত এই প্রজাতন্ত্র দিবসের তারিখ ২ জুন। এটি ইতালিতে জাতীয় ছুটির দিন হিসাবেও পালিত হয়। এই দিনটিতেই ১৯৪৬ সালে ইতালীয়রা ভোট দিয়ে রাজতন্ত্রকে বিদায় করেছিল, যাতে দেশটা একটা প্রজাতন্ত্র হয়ে উঠতে পারে।”
Claim : লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে ভারতের স্বাধীনতা দিবস পালন
Claimed By : FACEBOOK POSTS
Fact Check : FALSE
Next Story