পাক সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর উইং কমান্ডার অভিনন্দনের একাধিক ফেক প্রফাইলের হদিস
অভিনন্দন বর্তমানকে নিয়ে সোশাল মিডিয়ার যেন আর আশ মিটছে না l অনবরতই অভিনন্দন সেজে পোস্ট করা ভুয়ো প্রোফাইল সোশাল মিডিয়ার বিভিন্ন মঞ্চে গজিয়ে উঠছে
উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্ব দেশবাসীর কল্পনাকে এমনভাবে উদ্দীপিত করেছে যে, সোশাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক, টুইটার ও ইন্স্টাগ্রামে গত কয়েক দিনে অভিনন্দন সেজে রচিত ভুয়ো পোস্টের বান ডেকেছে ।
এই ভুয়ো পোস্টগুলিতে প্রায়শই অভিনন্দনের নামের বানানটা সামান্য পাল্টে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে উইং কমান্ডার (Wing Commander)-এর WC কিংবা ভারতীয় বায়ুসেনার (Indian Air Force)-এর IAF, এই সংক্ষিপ্ত রূপগুলি ব্যবহৃত হচ্ছে ।
বুম এই সব অ্যাকাউন্টই পরীক্ষা করে দেখেছে, এগুলি ২০১৯-এর ২৭ ফেব্রুয়ারি বা তার পরে তৈরি হয়েছে, যা দেখিয়ে দেয় যে এগুলি সবই ভুয়ো পোস্ট, অভিনন্দন পাক সেনার হাতে বন্দি হওয়ার পরে যেগুলি তৈরি করা ।
যখন পাক সেনা কর্তৃপক্ষ তাদের হেফাজতে বন্দি উইং কমান্ডারের ভিডিওটি বাজারে ছাড়ে, সঙ্গে-সঙ্গে সাংবাদিক এবং তথ্য যাচাইকারীরা হামলে পড়ে এ বিষয়ে বিস্তারিত তথ্যের সন্ধানে । ভারত-রক্ষক ডট কম (bharat-rakshak.com) নামে যে সাইটটি সশস্ত্র বাহিনীর সব সদস্যের খুঁটিনাটি তথ্য সঞ্চয় করে রাখে, শুধু তার কাছেই উইং কমান্ডারের নাম ও তাঁর সার্ভিস নম্বর সংক্রান্ত তথ্য মজুত ছিল ।
ফেক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টঃ abhinandan_varthamann_official
যে কটি ভুয়ো অ্যাকাউন্ট বাজারে ছাড়া হয়েছে, তার মধ্যে একটি ইন্স্টাগ্রাম অ্যাকাউন্ট হল—abhinandan_vartamann_official, যাতে বর্তমান –এর সঙ্গে একটা বাড়তি n জোড়া হয়েছে l মাত্র ৩টি পোস্ট করেই এই অ্যাকাউন্টের অনুগামীর সংখ্যা এই কদিনে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ।
১ মার্চ এই ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট করা প্রথম ছবিটি অন্যান্য পোস্ট অবিকল টুকে দিয়েছে ।
ফেক টুইটার অ্যাকাউন্ট
@Abhinandan_wc
@Abhinandan_wc অ্যাকাউন্টটি ফেব্রুয়ারি ১১ তারিখে বানানো হয়। প্রথম টুইট টি মার্চের ১লা তারিখে করা হয় । এবং প্রোফাইলটি শুধু ইন্টারনেট সংগৃহীত কিছু ছবি ব্যবহার করে পোস্ট করে। ২০০০ এর বেশি প্রোফাইল অ্যাকাউন্ট টিকে ফলো করে। এখানে প্রোফাইলের আর্কাইভ লিঙ্ক দেখুন।
ফেক টুইটার অ্যাকাউন্ট
@IAFAbhinandan
এ রকমই একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট হলঃ @IAFAbhinandan , যা ২০১৯-এর ২৮ ফেব্রুয়ারি তৈরি করা হয় । এটি সম্ভবত কোনও পাকিস্তানি নাগরিকের তৈরি, কারণ তার বিবরণে লেখা—“ভারতীয় বায়ুসেনার এক পাইলট, যাঁর হৃদয় এখন পাকিস্তানের জন্য স্পন্দিত হচ্ছে ।”
এই ভুয়ো অ্যাকাউন্টটির অনুগামীর সংখ্যা এখন ১৫০০ । অ্যাকাউন্টটির স্ক্রিনশটে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাক সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে । এটি এখন ভারতের ফেসবুক ও হোয়াট্স্যাপে ভাইরাল হয়েছে । এর আর্কাইভ সংযোগটি এখানে দেখুন ।
ভুয়ো টুইটার অ্যাকাউন্ট @wcabhinandan_
এই অ্যাকাউন্টটি তৈরি করা হয় ২০১৯-এর ২৮ ফেব্রুয়ারি এবং ইতিমধ্যেই এর ৫,৫০০ অনুগামী জুটে গেছে ।
এই ভুয়ো অ্যাকাউন্টটি নিজে থেকে কোনও টুইট করেনি, কিন্তু প্রধানমন্ত্রী ও তাঁর দফতরের সরকারি হ্যান্ডেল থেকে প্রকাশিত টুইটের জবাব দিয়েছে । আর্কাইভ সংযোগ ।
আর একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট @_WCAbhinandan তৈরি করা হয় ২০১৯-এর ১ মার্চ । আর্কাইভ সংযোগ ।
ইতিমধ্যে ফেসবুকে বুম এই কদিনের মধ্যেই এ ধরনের অন্তত ৪০টি পেজের খোঁজ পেয়েছে ।
ফেসবুক পেজ @AbhinandanIAF
এই পেজটি ২৭ ফেব্রুয়ারি সৃষ্টি করা হয় এবং এর ২ হাজারের মতো অনুগামী রয়েছে । যিনি পোস্টটি তৈরি করেছেন, তিনি উত্তম পুরুষে কথাবার্তা চালান । উত্তরদাতারা অনেকে ধরতেই পারেন না যে এটি একটি ভুয়ো পোস্ট । আর্কাইভ সংযোগ ।
এই অ্যাকাউন্টটিরও পরিচিতিতে বলা নেই যে এটি অভিনন্দনের এক অনুরাগীর পোস্ট, তাঁর নিজের নয় ।
ভুয়ো ফেসবুক প্রোফাইল abhinandn.varthaman
এই ভুয়ো প্রোফাইলটিতে অভিনন্দনের নামের বানানে ইংরাজি a অক্ষরটি এক জায়গায় বাদ দেওয়া হয়েছে । এখানে একটি ফেসবুক পোস্টের তারিখ পিছিয়ে দিয়ে লেখা হয়েছে, অভিনন্দন ২০০৬ সালে বায়ুসেনায় যোগদান করেন । আর্কাইভ সংযোগ ।