ফাস্ট চেক
পুলিশি মহড়ার ভিডিও শেয়ার করা হচ্ছে আরএসএস সদস্যদের বোমা সমেত ধরা পড়ার ভুয়ো বিবরণী দিয়ে
ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে মহারাষ্ট্রের অমরাবতীতে পুলিশি মহড়ার দৃশ্য।
Claim
“আরএসএস জঙ্গিদের একটা নতুন দল মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে ধরা পড়েছে। মোট ২৫ জন ছাত্রকে ধরা হয়েছে, যারা হোস্টেলের ৫৫টি ঘরে বসে বোমা বানাচ্ছিল। সংবাদমাধ্যম মুখে কুলুপ এঁটে রয়েছে, যেহেতু একজন মুসলিমও ধৃতদের মধ্যে নেই, ধৃতরা সকলেই আরএসএস সদস্য।”
FactCheck
বুম ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ সংগ্রহ করেছে, যেটি বিদর্ভ নিউজ ৩৬৫ আপলোড করেছিল। তা থেকে স্পষ্ট যে, এটা ২০১৯ সালের ২৭ জুলাই মহারাষ্ট্রের অমরাবতীতে পুলিশি মহড়ার একটি ছবি। এই মহড়াটিতে অংশগ্রহণ করেছিলেন পুলিশের বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিডিএস), দ্রুত প্রতিক্রিয়া দল বা কুইক রেসপন্স টিম (কিউআরটি), সন্ত্রাস-বিরোধী স্কোয়াড এবং ডগ স্কোয়াডের সদস্যরা। এর আগে এই একই ভিডিও শেয়ার করে প্রচার করা হয়েছিল যে, এটি কাশ্মীরের ঘটনার ছবি, যাকে বুম ইতিপূর্বেই পর্দাফাঁস করেছে।