আরবিআই কি নতুন ১০০০ টাকার নোট বাজারে চালু করেছে? না, ঠিক তা নয়
হাজার টাকার নোট বলে ভাইরাল হওয়া ছবিটি আসলে ‘শিল্পীদের কল্পনা’।
একজন শিল্পীর তৈরি কাল্পনিক হাজার টাকা নোটের কয়েকটি ছবি এই বলে ভাইরাল হয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(আরবিআই) নতুন হাজার টাকার নোট চালু করেছে।
ছবিতে নোটের দু’টো দিকই দেখানো হয়েছে। আর ক্যাপশনে বলা হয়েছে, “আজ নতুন ১০০০ টাকার নোট ছাড়ল আরবিআই।”
ওই টাকা সংক্রান্ত মেসেজটির সত্যতা জানতে চেয়ে সেটি বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে (৭৭০০৯০৬১১১) পাঠান এক ব্যক্তি।
ফেসবুক পোস্ট
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকে ভাইরাল
আমরা ওই একই ক্যাপশান দিয়ে সার্চ করি। দেখা যায়, ছবিগুলি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
টুইটার
তথ্য যাচাই
আমরা নোটের ছবিগুলি খুঁটিয়ে দেখি। দেখা যায়, সেগুলি ভুয়ো এবং আরবিআই সেগুলি বাজারে ছাড়েনি।
নোটের ডান দিকের ওপরের কোণে হলুদ বাক্সের মধ্যে লেখা আছে “শিল্পীর কল্পনা”। সেটা বুঝিয়ে দিচ্ছে যে, সেটি সরকারি বা আসল টাকা নয়।
‘আমি এই নোটের বাহককে এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি’, এই লেখাটির তলায় মহাত্মা গান্ধীর সই আছে। কিন্তু থাকার কথা আরবিআই-এর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাশের সই।
তাছাড়া আমরা আরবিআইয়ের ওয়েবসাইটও খুঁটিয়ে দেখি। নতুন ১০০০ টাকার নোট বাজারে আনার কোনও বিজ্ঞপ্তি ছিল না তাতে।
এক সময় সরকারের অর্থনৈতিক বিষয়ক সচিব এবং বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের গভরনার শক্তিকান্ত দাশ ২০১৭ সলের ফেব্রুয়ারি মাসে টুইট করে জানান, “১০০০ টাকার নোট চালু করার কোনও পরিকল্পনা নেই। এখন জোর দেওয়া হচ্ছে ৫০০ টাকা ও কম মূল্যের নোট ছাপা ও তার সরবরাহ বাড়ানোর ওপর।”
আরবিআইয়ের কাছ থেকে প্রতিক্রিয়া পেলে, এই প্রতিবেদন আপডেট করা হবে।
পিএমসি ব্যাঙ্কের সঙ্কটের পর ব্যাঙ্ক শিল্প সম্পর্কে বেশ কিছু মিথ্যে খবর বুম খণ্ডন করেছে। (নীচের সারি)।
আরও পড়ুন: ২০০০ টাকার নোট কি ১০ অক্টোবর থেকে বাতিল হতে চলেছে? হোয়াটসঅ্যাপ বার্তাটি ভুয়ো