ফ্যাক্ট চেক
বাংলায় নতুন বছরে মদ্যপানের নতুন সুযোগ? জেনে নিন সত্য
রাজ্য সরকার কর্তৃক কোনও সরকারী আদেশ জারি করা হয়নি, তবে ১১টা পর্যন্ত দোকান বন্ধের জন্য সময়সীমার পরিমাণ বাড়ানো হয়েছে।
বিজেপি দমদম লোকসভা পেজের একটি ফেসবুক মিম দাবি করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেকার যুবকদের নতুন বছরে ৫০০০ থেকে ১০০০০ টাকা মাসিক বেকারত্বের ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ তৃণমূল শাসিত মমতা ব্যানার্জী সরকার জনগণকে নতুন বছরে অন্য একটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে - আরো মদ্যপানের উপায়। একটি নতুন বছরের উপহার হিসাবে মমতা ব্যানার্জী রাত ১০টার পরিবর্তে ১১টা পর্যন্ত মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। পোস্টটি ইতিমধ্যে ৯০ এরও বেশিবার শেয়ার করা হয়েছে। পোস্টটি এক ঝলক এখানে দেখে নিন। এখানে দেখুন। কিন্তু রাজ্য সরকারের সিনিয়র কর্মকর্তারা জানান, বর্তমানে রাজ্য সরকারের নির্দেশে বলা হয়েছে যে সকল রাজ্য পরিচালিত দোকানগুলি সকাল ১০ টায় খুলবে এবং রাত ১০ টায় বন্ধ হবে। আদেশটি এখনও মেনে চলা হচ্ছে সমস্ত দোকানগুলিতে। তাঁরা এটাও বলেন যে রাজ্য সরকার কর্তৃক কোনও সরকারী আদেশ জারি করা হয়নি, তবে ১১টা পর্যন্ত দোকান বন্ধের জন্য সময়সীমার পরিমাণ বাড়ানো হয়েনি। বুম রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছে, যিনি বলেন, "আমরা এখনো কোনো আদেশ জারি করিনি এবং যদি এই ধরণের খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে তবে কেউ ইচ্ছাকৃতভাবে ঘটনাকে মিথ্যা বর্ণনা করার চেষ্টা করছে।“ চট্টোপাধ্যায় আরও বলেন, "বিজেপি আমাদের সরকারের দ্বারা পরিচালিত উন্নয়ন কাজ থেকে ভীত এবং তাই তারা ফেসবুক পোস্টে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে সমস্ত এলাকার জনগণকে যে কোনও বাইরের মানুষকে ভুল পথে চালিত না করার আহ্বান জানিয়েছি। তারা যদি কোন তথ্য জানতে চায় তবে তারা জেলা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারেন।“ দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি, বলেন, “ সোশ্যাল মিডিয়াতে এমন কোনও পোস্টের বিষয়ে আমরা সচেতন নই। আমাদের এমন পোস্টগুলি চেক করতে হবে। " উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ নভেম্বর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরের ভুয়া মদ পান করার পর ১২ জন মারা গিয়েছিল। শান্তিপুরের ঘটনার সংযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার পরিমাণ (আইপিসি ৩০৪) এবং বিপজ্জনক খাদ্য বা পানীয় (আইপিসি ২৭৩) বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত গণহত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ৩০ নভেম্বর রাজ্য অর্থমন্ত্রী অমিত মিত্র, মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমর্থন বাড়ানোর জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। রানাঘাট সার্কেলের শান্তিপুর সার্কেল ও ডেপুটি এক্সাইজ কালেক্টর (ডিইসি) এর এক্সাইজ অফিসার ইনচার্জসহ এক্সিকিউটিভ বিভাগের ১১ জন কর্মকর্তাদের বহিষ্কার করা হয়েছে।
পোস্টের আর্কাইভ ভার্সন Next Story