না, অমিত শাহ বলেননি যে তিনি বাঙালিদের দেশছাড়া করবেন
বুম দেখে খবরের শিরোনামটি ভুয়ো এবং সেটি ফোটোশপ করা হয়েছে।
বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার একটি খবরের শিরোনামের স্ক্রিনশট তুলে ভুয়ো প্রচার করা হচ্ছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি বলেছেন, বাঙালিরা যতই দেশের জন্য গৌরব অর্জন করে আনুক, তিনি বাঙালিদের দেশছাড়া করবেনই।শিরোনামটি ফোটোশপ করা এবং ভুয়ো।
স্ক্রিনশটটির ভুয়ো শিরোনামে লেখা হয়েছে, "বাঙালি যতই নোবেল জিতুক বাঙালিকে দেশছাড়া করবই: আমিত শা"
ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
অমিত শাহের নামে এই ভুয়ো উদ্ধৃতিটি ভাইরাল হয়েছে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) বাঙালি-বংশোদ্ভূত অধ্যাপক অভিজিৎ ব্যানার্জির অর্থনীতিতে ২০১৯ সালের জন্য নোবেল পুরস্কার পাওয়ার প্রেক্ষিতে।
ফেসবুকে ভাইরাল
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইট খুঁজে দেখেছে, ভাইরাল হওয়া শিরোনামটি ২০১৯ সালে ৩০ জানুয়ারি প্রকাশিত একটি সংবাদ-শিরোনামের সম্পাদিত বয়ান।
মূল শিরোনামটি লেখা হয়েছিল, "লোকসভার ফলের দিনই রাজ্যে সরকার পড়বে: অমিত শাহ"
অমিত শাহ এই উক্তিটি করেছিলেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারসভায়। আমরা এটাও লক্ষ করি যে, ভুয়ো পোস্টের শিরোনামে অমিত শাহের পদবির বানান ‘শা’ লেখা হয়েছে, যদিও আনন্দবাজার এই বানান ‘শাহ’ লিখে থাকে।