ফ্যাক্ট চেক
না, “আমরা আপনার যোগ্য নই” জানিয়ে কোনও চিঠি অর্ণব গোস্বামী নরেন্দ্র মোদীকে লেখেননি
চিঠিটায় আক্ষেপ করা হয়েছে কেন ভারতবাসী নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার যোগ্য নয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী একটি ‘ওপেন লেটার’ লিখেছেন বলে যা প্রচার করা হচ্ছে, সেটি তিন বছরের পুরনো এবং তাঁর লেখাও নয়। পোস্টটি বিজেপি সমর্থকদের বেশ কিছু ফ্যান পেজ শেয়ার করেছে এবং তার শিরোনাম দেওয়া হয়েছে — প্রিয় প্রধানমন্ত্রী,আমরা আপনার যোগ্য নই। ‘ওপেন লেটার’টা বেশ কিছু হোয়াট্সঅ্যাপ ও ফেসবুক পেজ-এ ফরোয়ার্ড করা হয়েছে, যেখানে মন্তব্য করা হয়েছে — নরেন্দ্র মোদী সম্পর্কে রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীর একটি চমৎকার লেখা। পাঁচ রাজ্যের সদ্য-সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি বিরাটভাবে ধাক্কা খাওয়ার পর পোস্টটি নতুন করে ছড়াচ্ছে। চিঠিটায় আক্ষেপ করা হয়েছে কেন ভারতবাসী নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার যোগ্য নয়। “আপনি দিনে ১৬ ঘণ্টারও বেশি কাজ করেন...দেশের উন্নতির জন্য নিজের ঘুম পর্যন্ত বিসর্জন দিয়েছেন...তবু আপনি এ জন্য কোনও কৃতিত্ব পাবেন না, ছোটখাটো ফালতু ইস্যু নিয়ে আপনাকে দোষারোপ করা হবে”--- ভাইরাল হওয়া চিঠিটিতে এসবই লেখা। অথচ তথ্য যাচাই করে দেখা যাচ্ছে, চিঠিটা আদৌ অর্ণব গোস্বামীর লেখা নয় এবং অন্তত ২০১৫ সালের, পুরনো একটি চিঠি। কেউ-কেউ এটিকে হিন্দুত্বের লোক-খ্যাপানো পেজ শঙ্খনাদ-এর অবদান বলে মনে করছে, কিন্তু পোস্টটি আসলে আরও পুরনো। শঙ্খনাদ অবশ্য অতীতে অনেকবারই ভুয়ো, সাম্প্রদায়িক অভিসন্ধিমূলক এবং বিদ্বেষপূর্ণ অপপ্রচারের দায়ে ধরা পড়েছে। (এ জন্য এখানে, এখানে এবং এখানে দেখুন।) (পোস্টটির আর্কাইভ বয়ান পড়তে এখানে ক্লিক করুন) এই ভাইরাল হওয়া পোস্টটি ২০১৬ সালের মার্চ মাসে ডিএনএ সংবাদপত্রে রিপোর্ট করা হয়েছিল। কিন্তু দেখা গেছে, তারও আগে ২০১৫ সাল থেকেই এটি সোশাল মিডিয়ায় ঘুরছে। চিঠিটায় বিহারের নির্বাচনের উল্লেখ করা হয়েছেঃ-- “বিহারের ফলাফলটাই একবার দেখুন। ওরা ক্লাস এইট, নাইন বা বারো ক্লাস পাশ-করা বা ফেল-করা লোকদের প্রার্থী করেছিল, অথচ আপনার প্রতিনিধিত্ব করে, এমন লোকদের নয়”। পড়ে মনে হয়, পোস্টটি ২০১৫ সালের নভেম্বরের পরে লেখা। কিন্তু পোস্টটি কার লেখা, তা এখনও অজানা।
Next Story