ফ্যাক্ট চেক
না, ফোর্বস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বিশ্বের সবচেয়ে সুপরিচিত শাসক'- এর খেতাব দেয়নি
একটি মেম দাবি করে যে, ফোর্বস পত্রিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সর্বকালের ‘সর্বশ্রেষ্ঠ শাসক’ হিসেবে খেতাব দিয়েছে। কিন্তু মেমটির দাবি একেবারেই ভুল
CLAIM: ফোর্বস কি নরেন্দ্র মোদীকে 'বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাসক' বলে অভিহিত করেছিলেন? RATING: মিথ্যা একটি মেম দাবি করে যে, ফোর্বস পত্রিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সর্বকালের ‘সর্বশ্রেষ্ঠ শাসক’ হিসেবে খেতাব দিয়েছে। কিন্তু মেমটির দাবি একেবারেই ভুল এবং ফেক। মেমটিতে লেখা আছে যে, “ভারতের নরেন্দ্র মোদী সর্বশ্রেষ্ঠ শাসক। মোদীজির মতন শাসক অন্য কোন দেশে নেই।“ এবং এটির উৎস হল ফোর্বস। মেমটিতে ফোর্বস-এর লোগো পর্যন্ত ব্যেবহার করা হয়েছে। একটি ফেসবুক পেজ, বেঙ্গলি হিন্দু ক্মুনিতি, যেটির ৮৫০০ এর ও বেশি লাইক আছে, উপরক্ত মেম শেয়ার করেছে। যদিও মেমটি সম্পূর্ণ ভাবে মিথ্যা , প্রধানমন্ত্রী ফোর্বস ২018 এর তালিকায় নবম স্থানে রয়েছেন। তালিকাটি 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী জনগণের' যারা বিশ্বকে পরিণত করে । এই বছরের মে মাসে তালিকাটির নাম প্রকাশ করা হয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি জি জিপপিং প্রথমবারের মতো ফোর্বসের তালিকায় শীর্ষ স্থান পেয়েছেন। “পৃথিবীতে প্রায় 7.5 বিলিয়ন মানুষ আছে, কিন্তু এই 75 জন পুরুষ এবং নারী বিশ্বের সেরা। বিশ্বের সর্বাধিক শক্তিশালী ব্যক্তিরা ফোর্বসের বার্ষিক ম্যাগাজিনে জায়গা করে নেন। প্রতি 100 মিলিয়ন ব্যক্তির মধ্যে থেকে একজন ব্যক্তিকে বেছে নেওয়া হয় যার কার্যাবলী সবচেয়ে বেশি। “ BOOM দাবি যাচাইয়ের জন্য ফোর্বস ভারতের সাথে কথা বলে। “আমরা এমন একটি নিবন্ধ প্রকাশিত করিনি যে দাবি করে যে প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম সেরা নেতা। ২018 সালের শীর্ষ 10 টি শক্তিশালী মানুষের তালিকাতে নরেন্দ্র মোদী আছেন। ,” ফোর্বস ইন্ডিয়ার একজন সম্পাদক, যিনি নাম প্রকাশ করতে চান না, BOOM – কে বলেন। ফোর্বস বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং জিসি জিপিংয়ের সঙ্গে সরকারি সফরকালে মোদী একটি বিশ্ব নেতৃস্থানীয় নেতা হিসাবে নিজের প্রোফাইল তুলে ধরেন। “তিনি অতিশয় জনপ্রিয়।“Next Story