বয়স্ক মা-বাবার দেখাশোনা না করলে জেল, এরকম কোনও আইন পাশ করেনি মোদী সরকার
এই সংক্রান্ত আইন পাশ হয়েছিল ২০০৭ সালে। সেখানে কোনও এরকম শাস্তির উল্লেখ নেই। সদ্য গঠিত সরকার সংসদের চলতি বাদল অধিবেশনে এপর্যন্ত কোনও বিলই পেশ করেনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোওয়া ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে মোদী সরকার অভিভাবকদের তত্বাবধান সংক্রান্ত নতুন আইন এনেছেন; নতুন আইন অনুযায়ী মা-বাবার দেখাশোনা না করলে জেলে যেতে হবে।
পোস্টের সঙ্গে দেওয়া ছবিটিতে লেখা হয়েছে, ‘‘বয়স্ক মা বাবার দেখাশোনা না করলেই হবে জেল, সিদ্ধান্ত মোদী সরকারের, আজকে হল ঘোষনা, এত দিনে মনের মত একটা খবর পেলাম।’’ ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৈঠক করতে দেখা যাচ্ছে। পাশে সর্ব দলের নেতৃত্বরা রয়েছেন।
ছবিটিতে গুজরাটি বানিজ্য টিভি চ্যানেল সিএনবিসি বাজার-এর লোগো রয়েছে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি লাইক করেছে ১৫৮ জন এবং শেয়ার করেছেন ৪৪ জন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর এবছরের সংসদের প্রথম তথা বাদল অধিবেশন শুরু হয়েছে ২১ জুন থেকে। এর মধ্যে সংসদে এরকম কোনও আইন পাশ হয়নি।
বুম রিভার্স সার্চ করে প্রধানমন্ত্রীর বৈঠক করার ছবিটি খুঁজে পেয়েছে। ১৮ জুলাই ২০১৬ জিএসটি বিল পাশ করাতে সংবিধান সংশোধনের সমর্থনের জন্য ওই বৈঠক ডেকেছিলেন।
প্রধানমন্ত্রী মোনমোহন সিংয়ের নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার ২০০৭ সালে মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট পাশ করে। সেই আইনের এপর্যন্ত কোনও সংশোধন করা হয়নি। আইনটি পড়া যাবে এখানে।