


Claim
“আরবিআই-এর গুরুত্বপূর্ণ বার্তা — এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে একটি খুব উপযোগী পরামর্শ। কার্ড ঢোকানোর আগে ‘ক্যানসেল’ বোতামটি দু’বার টিপুন। আপনার পিন চুরি করার উদ্দেশ্যে কেউ যদি কি-বোর্ডে কোনও রকম কারসাজি করে থাকে। এটা একটা অভ্যাসে পরিণত করুন আর প্রতিটি আরবিআই ট্রানজ্যাকশনের অঙ্গ করে নিন। আপনার গোষ্ঠীর সকলের সঙ্গে শেয়ার করুন।”
Fact
ওপরের মেসেজটি ভুয়ো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সেটি প্রচার করেনি। অক্টোবর ২০১৮’য় বুম ওই একই মেসেজ যাচাই করে দেখেছিল। সেই সময়, আরবিআই-এর এক সূত্র জানিয়েছিলেন যে, মেসেজটি ভুয়ো। এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে তা আসেনি।
To Read Full Story, click here
Next Story