BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • এই ভাসমান ট্রাফিক সিগনালটি...
ফ্যাক্ট চেক

এই ভাসমান ট্রাফিক সিগনালটি মুম্বইয়ের নয়

বুম অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি ২০১৮ সালের চিনের ইউলিন অঞ্চলের,যখন ওই অঞ্চলে খুব বেশি বৃষ্টি হয়েছিল।

By - Anmol Alphonso |
Published -  12 Sept 2019 12:34 PM IST
  • চিনের একটি ট্রাফিক সিগনালের বন্যার জলে রাস্তায় ভেসে বেড়ানোর ভিডিও মুম্বইয়ের ছবি বলে মিথ্যে দাবি করে শেয়ার করা হল।

    ছয় সেকেন্ডের এই ভিডিওটিতে জলমগ্ন রাস্তায় একটি ট্রাফিক সিগনাল ভাসতে দেখা যাচ্ছে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে যে এটি ৪ সেপ্টেম্বরের মুম্বইয়ের ছবি। সে দিন মুম্বইয়ে লাগাতার বর্ষণের ফলে রাস্তায় জল জমে যায়।

    চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী টুইট করে মুম্বই পুলিশকে জিজ্ঞাসা করেন যে যদি কোনও সিগনাল রাস্তা পার করে চলে যায় তবে তার জন্য কত টাকা ফাইন দিতে হবে?



    পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    কুইন্ট নিয়নের টুইট।

    টুইটটি আর্কাইভ করা আছে এখানে।



    টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

    ফেসবুকেও ভাইরাল হয়েছে

    পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    তথ্য যাচাই

    আমরা ভিডিওটি থেকে কিছু ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে কিছু চিনা নিউজ ওয়েবসাইট এবং ব্লগের সন্ধান পাই।

    এই একই ভিডিওর একটু লম্বা সংস্করণ দেখতে পাওয়া যায় যেটি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল ২০১৮ সালের ১২ মে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)চিনের একটি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম।



    সিজিটিএন-এর খবর অনুসারে এই ভিডিওটি দক্ষিণ চিনেরইউলিন শহরের গুইয়াংজি ঝুয়াং অঞ্চলের। এটি একটি স্বশাসিত অঞ্চল।

    মান্দারিন ভাযায় দেকানের বোর্ড ও বাইকের স্টিকার।

    তা ছাড়াও, ভিডিওটিতে এই দোকানগুলির প্রেক্ষাপটে একটি বাইকের ওপর একটা ম্যান্ডারিন ভাষায় লেখা স্টিকার দেখা যাচ্ছে।

    এই ভিডিওটি এর আগে ২০১৮ সালের জুন মাসে ভাইরাল হয়েছিল। তখন একটি ফেসবুক পেজ থেকে এটি শেয়ার করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে এটি চিনের লুচুয়াং অঞ্চলের গুইয়াংজিতে মে মাসে তোলা হয়েছে।

    আমরা দেখতে পাই এই একই ভিডিও ২০১৮ সালের সেপ্টেম্বরে টেনসেন্ট ভিডিও তাদের স্ট্রিমিং সাইটে আপলোড করে। টেনসেন্ট ভিডিও একটি চিনা ভিডিও স্ট্রিমিং সাইট। ৩৩ সেকেন্ডের এই ভিডিওতে রাস্তার পাশে রাখা একটি গাড়ির নম্বর প্লেট দেখা যাচ্ছে।

    টেনসেন্ট ভিডিওর স্ক্রিনগ্রাব।

    এই ছবিতে যে অক্ষর দেখা যাচ্ছে সেগুলি হল " এইচএফ ৮৬" এবং নীল প্লেটের উপর সাদা অক্ষর দিয়ে লেখা আছে। আমরা সার্চ করে দেখতে পাই যে ভারতে কোনও রাজ্য বা অঞ্চলে "এইচএফ" দিয়ে কোনো গাড়ির রেজিস্ট্রেশন হয় না।

    ২০১৮ সালের ১১ই মে তারিখের চায়না ডেলির প্রতিবেদন থেকে জানা যায় প্রবল বর্ষণের ফলে দক্ষিণ-পশ্চিম চিনের গুইয়াংজি ঝুয়াং অঞ্চলের প্রায় ৭০০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

    Tags

    CGTNCHINAfact checkfake newsFeaturedGUANGXI ZHUANG AUTONOMOUS REGIONMUMBAIMUMBAI RAINSTRAFFIC LIGHTTRAFFIC LIGHT BEING SWEPT DOWN THE STREETYULIN CITY
    Read Full Article
    Claim :   মুম্বাইয়ে রাস্তায় ট্রাফিক সিগন্যাল ভেসে যাচ্ছে
    Claimed By :  VIVEK AGNIHOTRI
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!