ফ্যাক্ট চেক
না, আইএএস-এ প্রথম স্থানাধিকারিণী এ ভাবে তাঁর বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছেন না
ছবির সঙ্গে অনলাইন যে ক্যাপশনটি দেওয়া হচ্ছে, সেটা এরকমই। কিন্তু বুম যাচাই করে দেখেছে, ছবির সঙ্গের ক্যাপশনটি সঠিক নয়।


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। বুম শ্রমণার সঙ্গে যোগাযোগ করে। তিনিকোনও 'আইএএস টপার' নন, একজন ট্র্যাভেল ব্লগার—বেড়াতে ভালবাসেন এবং বেড়ানোর অভিজ্ঞতার ছবি ও লেখায় ব্লগ সাজান। বললেন—ছবিটি কয়েক মাস আগে তোলা এবং সে সময়েও এটি ভাইরাল হয়েছিল, কিন্তু তার সঙ্গে এমন উদ্ভট গল্পকথা জোড়া হয়নি। একজন ফোটোগ্রাফারই ছবিটি তুলেছিলেন, তবে এটা কোনও বিজ্ঞাপনী অভিযানের অংশ হিসাবে তোলা হয়নি।
Next Story