না, এই ভিডিওতে ম্যাডোনা হনুমান চল্লিশা গাইছেন না
বুম ‘শান্তি পিপল’-এর সঙ্গে যোগাযোগ করে। তাঁরা বলেন ২০১৫ সালে ইউক্রেনে অনুষ্ঠিত তাঁদের লাইভ শো’র ভিডিও ভাইরাল হয়ে যায়।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একজন মহিলাকে হনুমান চল্লিশা গাইতে দেখা যাচ্ছে। সঙ্গে মিথ্যে দাবি করে বলা হয়েছে গানটি গাইছেন ম্যাডোনা।
বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে (৭৭০০৯০৬১১১) ভিডিওটি আসে। তার সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, “সময় সত্যিই পাল্টাচ্ছে! ম্যাডোনা গাইছেন হনুমান চল্লিশা।” একই ক্যাপশন সহ ভিডিওটি ফেসবুকেও ভাইরাল হয়েছে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটিকে ফ্রেমে-ফ্রেমে ভাগ করে এবং রুশ সার্চ ইঞ্জিন ইয়ানডেক্সের সাহায্যে রিভার্স সার্চ করে। তার ফলে ‘শান্তি পিপল’ ব্যান্ডের ভিডিওটি সামনে আসে।
৬ মে, ২০১৫-তে আপলোড-করা ভিডিওতে কন্ঠশিল্পীর নাম ছিল উমা দেবী নামের এক গায়িকার।
ভাইরাল ভিডিওতে যে মহিলা হনুমান চল্লিশা গাইছেন, তিনি কিয়েভ শহরের উমা দেবী।
বুম শান্তি পিপল-এর সঙ্গে যোগাযোগ করলে, তাঁরা বলেন যে, ২০১৫ সালে তাঁদের লাইভ শো’র ভিডিও ভাইরাল হয়েছিল।
শান্তি পিপল প্রাচীন বৈদিক মন্ত্রের সঙ্গে সমসাময়িক নাচের বৈদ্যুতিন বাজনা মিশিয়ে থাকে। তাঁদের ওয়েবসাইটে তাঁরা বলেছেন যে, ভারতে ভ্রমণ, ভারতীয় সঙ্গীতের ধারা ও বৈদিক সংস্কৃতির উপাদানের দ্বারা তাঁরা অনুপ্রাণিত।