ফাস্ট চেক
না, ছবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেন মোদী নন
বুম এই দাবি এক বছর আগেই খারিজ করেছিল। দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর মায়ের সঙ্গে ওই মহিলার কোনও সাদৃশ্য নেই।
FactCheck
ভিডিওটি প্রায় দু’বছর ধরে ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে যা দাবি করা হয়েছে বুম তা ২০১৭ সালে খণ্ডন করে। আগের কোনও ভিডিওর বিবরণে ওই মহিলাকে হীরাবেন মোদী বলে শনাক্ত করা হয়নি। আর প্রধানমন্ত্রীর মায়ের সঙ্গে তাঁর কোনও মিলও নেই। তাছাড়া, ২০১৭ তে কিরণ বেদিও একই ভিডিও টুইট করে ছিলেন। তবে উনি পরে ভুল স্বীকার করে বলেন যে, ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে উনি হীরাবেন নন।