


Claim
নরেন্দ্র মোদীর মা হীরাবেন। এই পোস্টটি ফেসবুকে ১,২০০ বার শেয়ার করা হয়েছে। আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে।
Fact
ভিডিওটি প্রায় দু’বছর ধরে ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে যা দাবি করা হয়েছে বুম তা ২০১৭ সালে খণ্ডন করে। আগের কোনও ভিডিওর বিবরণে ওই মহিলাকে হীরাবেন মোদী বলে শনাক্ত করা হয়নি। আর প্রধানমন্ত্রীর মায়ের সঙ্গে তাঁর কোনও মিলও নেই। তাছাড়া, ২০১৭ তে কিরণ বেদিও একই ভিডিও টুইট করে ছিলেন। তবে উনি পরে ভুল স্বীকার করে বলেন যে, ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে উনি হীরাবেন নন।
To Read Full Story, click here
Next Story