এই ছবি দুটি কাশ্মীর সীমান্তে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির ছবি নয়
বুম যাচাই করেছে দুটি ছবিই পুরনো। প্রথম ছবিটি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সাঁজোয়া ট্যাঙ্কের। দ্বিতীয় ছবিটি পাকিস্তান দিবস পালনের।
সোশাল মিডিয়ায় পুরনো সাঁজোয়া ট্যাঙ্ক ও সামরিক বাহিনীর দুটি ছবি শেয়ার করে দাবি করা হয়েছে সেগুলি কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর ভারত-পাক আসন্ন যুদ্ধ প্রস্তুতির ছবি।
একটি ছবিতে দেখা যাচ্ছে সাঁজোয়া ট্যাঙ্ক রাস্তা বেয়ে ধেয়ে আসছে। আরেকটি গাড়িতে পাকসেনারা তাদের সেনা কনভয় নিয়ে আসছে। কনভয় গুলিতে রয়েছে পাকিস্তানের পতাকা।
পোস্টটিতে ক্যাপশান লেখা হায়েছে, ‘‘কাশ্মীর সীমান্তে ধেয়ে যাচ্ছে পাকিস্তান বাহিনী। ওদিকে যুদ্ধের দামামা বেজে উঠলে কাশ্মীর সীমান্তে মোতায়েন ভীত সন্ত্রস্ত ভারতীয় সেনারা যাতে উপত্যকা ছেড়ে পালিয়ে আসতে না পারে, সেজন্য ভারত তার পলায়নকামী সেনাদের স্রোত ঠেকাতে আরো ২০ হাজার সেনা মোতায়েন করেছে।’’
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৫৩ জন লাইক ও ৪৯ জন শেয়ার করেছেন ওই পোস্টটি। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে জেনেছে, এই ছবিদুটির কোনওটিই সাম্প্রতিক সময়ের ছবি নয়। সাঁজোয়া ট্যাঙ্ক-এর প্রথম ছবিটি ইউক্রেন ও রাশিয়া সীমান্তের ছবি।
১৫ জুন ২০১৪ জিরোহেজ ব্লগ-এ প্রকাশিত হয়েছিল। জিরোহেজ ব্লগ টাইলার ডারডেন ছদ্মনামে প্রকাশিত হয়। যেটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক দানিয়েল ইভানডিজেসকি এবং এটি এবিসি মিডিয়া লিমিটেডের মালিকানাধীন।
ছবিটি ১২ নভেম্বর ২০১৪ সালে ইউক্রেনের আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যম মিরর উইকলিতে প্রকাশিত হয়েছিল। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সে সময়ের সামরিক পদক্ষেপের ব্যাপারে বিস্তারিত জানা যাবে দ্য গার্ডিয়ানের ২০১৪ সালের ৪ অগস্ট প্রকাশিত এই প্রতিবেদনে।
গুগুলে ইমেজ সার্চ করে ছবিটির প্রকৃত উৎস খুঁজে পাওয়া বুমের পক্ষে সম্ভব হয়নি।
দ্বিতীয় ছবিটি ২০১৬ সালের ১৮ মার্চের পাকিস্তানের ছামানের ছবি।
২৩ মার্চ পাকিস্তান দিবস উপলক্ষে বালুচিস্তান স্কাউট ফ্রন্টিয়ার ক্রপস পাক-আফগান রাস্তা দিয়ে ফ্ল্যাগ মার্চ করে ওই দিন গিয়েছিল। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরের সিদ্ধান্ত ও ২৩ মার্চ ইসলামিক রিপাব্লিক পাকিস্তানের সংবিধান গৃহীত হয়। সশস্ত্র সেনাবাহিনীর কুচকাওয়াজের মাধ্যমে পাকিস্তান ওই দিনটি পালন করে। মূল ছবিটি দেখা যাবে সাটারস্টকে।