


Claim
"বার্মিংহামে মুসলিমরা রাস্তা আটকে রমজানের উপবাস ভাঙার সময় মোটরচালকদের উপর হামলা চালায়।"
Fact
বুম আগেও এই দাবিটির তথ্য-যাচাই করে দেখেছে, এটি একটি ভুয়ো দাবি। মূল ভিডিওটি সুজারল্যান্ডের বাসেল-এর। সেখানে ২০১৮ সালের ১৯ মে বিরসস্ট্রাসের কাছে একটি স্টেডিয়ামে দুই ফুটবল ক্লাব বাসেল ও লুসার্নের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপের ম্যাচের পর দু দলের সমর্থকদের মধ্যে হিংসাত্মক দাঙ্গা বেধে যাওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনাটি সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে এবং এখানে।
To Read Full Story, click here
Next Story