সুন্দর পিচাইয়ের একটি পুরনো ছবি দেখিয়ে বলা হচ্ছে, তিনি নাকি ভোট দিতে ভারতে এসেছেন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটি ২০১৭ সালের, যখন সুন্দর পিচাই তাঁর পুরনো অধ্যয়নক্ষেত্র খড়্গপুর আইআইটি সফরে এসেছিলেন।
গুগল-এর বড়কর্তা সুন্দর পিচাই ২০১৭ সালে আইআইটি খড়্গপুরে সফরে এসেছিলেন।সেই ছবিটিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বলে যে, তিনি ভোট দেবার জন্য ভারতে এসেছেন l
ছবিগুলি অনেকেই টুইট ও ফেসবুকে পোস্ট করেছেন এবং টিভি-৯ নামে একটি গুজরাটি চ্যানেলে গুরুত্ব সহকারে তুলেও ধরা হয়েছে l
টুইটটির আর্কাইভ বয়ান দেখুন এখানে।
তথ্য যাচাই
এই ছবিটি সুন্দর পিচাই ২০১৭ সালে নিজেই টুইট করেছিলেন, যখন তিনি আইআইটি খড়্গপুরে (যেখান থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন) সফরে যান। টুইটটি তিনি করেন জানুয়ারি মাসের ৭ তারিখে।
সুন্দর পিচাই ভারতীয় নন
সুন্দর পিচাই একজন মার্কিন নাগরিক।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ছাত্র হিসাবে। সেখানে তিনি পরে এইচ ১-বি ভিসা পান, তারপর গ্রিন-কার্ডও জোগাড় করেন, যা তাঁকে অবশেষে মার্কিন নাগরিকত্ব পেতে সাহায্য করে।
২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন কংগ্রেসের সামনে পিচাই এক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলে এনডিটিভি।সে সম্পর্কে যে রিপোর্ট করে, তাতেই এই সব তথ্য উঠে আসে। যে কংগ্রেস-সদস্যা জয়াপাল সুন্দরকে জিজ্ঞাসাবাদ করেন, তিনি নিজেও একই পথে মার্কিন নাগরিকত্ব হাসিল করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার কারণে সুন্দর পিচাই ভারতে ভোটদানের অধিকারী নন।