ফ্যাক্ট চেক
বোরখা পরিহিত পুরুষের পুরনো ছবি ভুয়ো দাবি সমেত ভাইরাল হল
ছবিটি সম্ভবত ২০১৫ সালের। মন্দির প্রাঙ্গণে গোমাংস ছুড়তে গিয়ে লোকটি ধরা পড়ে যায়।
Claim
গত ১১ এপ্রিল উত্তরপ্রদেশের মুজফফরনগরে এক জন বোরখা-পরিহিত পুরুষ ভোট দেওয়ার চেষ্টা করেন। তিনি নিজের স্ত্রীর ছদ্মবেশে এসে ভোট দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভোটকেন্দ্রে উপস্থিত অন্য ভোটাররা তাঁকে ধরে ফেলেন।
FactCheck
রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে, এই ছবিগুলি ২০১৫ সালের। কিছু অনলাইন রিপোর্টে দাবি করে হয়েছে যে ছবিগুলি এক আরএসএস কর্মীর। সে বোরখা পরে উত্তরপ্রদেশের আজমগড়ের একটি মন্দিরে গোমাংস ছুড়তে চেষ্টা করেছিল। বুমের পক্ষে লোকটির প্রকৃত পরিচয় যাচাই করা সম্ভব হয়নি। সে সত্যিই আরএসএস-এর সদস্য কি না, তা-ও জানা সম্ভব হয়নি।