ফাস্ট চেক
আব্দুল গফফর খানের অন্তিম সংস্কারের পুরানো ছবি মিথ্যে দাবির সঙ্গে নতুন করে ছড়িয়ে পড়ল
ছবিটি ইন্দিরা গান্ধীর অন্তিম সংস্কারের রাজীব গান্ধী ও রাহুল গান্ধীর নয়।

Claim
‘‘রাহুল ও রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর শবদেহের সামনে কলমা (ইসলাম ধর্মের আচার বা প্রার্থনা) পড়ছেন আর তা সত্ত্বেও আমাদের দেশের মানুষ বিশ্বাস করে যে এঁরা ব্রাহ্মণ।’’
Fact
এই ছবিটি আসলে ১৯৮৮ সালের ২১ জানুয়ারি তারিখের। পেশোয়ারে স্বাধীনতা সংগ্রামী আব্দুল গফফর খান, যিনি ‘সীমান্ত গান্ধী’ বা বাচ্চা খান নামে সমধিক পরিচিত ছিলেন, তাঁর অন্তিম সংস্কারে উপস্থিত রাজীব গান্ধী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও নরসিংহ রাওয়ের ছবি। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেও ছবিটি এক বার ভাইরাল হয়েছিল। বুম তখন ছবিটি সংক্রান্ত আসল তথ্য প্রকাশ করেছিল।