হল্যান্ডে এক মসজিদ হামলার পর সমবেদনার পুরনো ছবি মিথ্যে দাবি সমেত ফিরে এসেছে
বুম রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ছবিটি আসলে ফেব্রুয়ারি ৩, ২০১৭ তারিখে হল্যান্ডের রটারড্যামে ইস্সালাম মসজিদে তোলা হয়েছিল
একটি মসজিদের সামনে এক মানব বন্ধনের ছবি, ক্রাইস্টচার্চে হামলার পর সমবেদনা জ্ঞাপনের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে। কিন্তু দাবিটি মিথ্যে। ছবির ক্যাপশানে বলা হয়েছে, “আল্লাহ সব পারেন। মুসলমানরা যখন প্রার্থনা করবে, আমরা তখন তাদের নিরাপত্তা দেব - নিউজিল্যান্ডের অ-মুসলমান ভাইরা।”
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। আর তার আরকাইভ সংস্করণটির জন্য এখানে।
তথ্য যাচাই
বুম রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ছবিটি আসলে ফেব্রুয়ারি ৩, ২০১৭ তারিখে হল্যান্ডের রটারড্যামে ইস্সালাম মসজিদে তোলা হয়েছিল।
‘ইসলাম থট’ নামের এক টুইটার হ্যান্ডেলও ওই ছবিটি পোস্ট করে।
ওই ঘটনা সংক্রান্ত খবরের খোঁজ করলে, আমরা ‘দ্য স্ট্রেট্স টাইমস’র একটি রিপোর্ট দেখতে পাই। মার্চ ৬, ২০১৭’র ওই রিপোর্টে বলা হয়, মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাম্সটারড্যামের এক মসজিদের সামনে মানুষজন মানববন্ধন তৈরি করেন।
আন্তর্জাতিক ফোটো সরবরাহকারী সংস্থা গেট্টির সংগ্রহেও ওই সংক্রান্ত ছবি দেখতে পায় বুম। ছবির ক্যাপশানে বলা হয়, ফেব্রুয়ারি ৩, ২০১৭, রটারড্যামে দুপুরের প্রার্থনার সময় ডাচরা ইস্সালাম মসজিদের সামনে মানববন্ধন গড়ে তোলেন। কিউবেকে এক মসজিদের ওপর হামলায় ছয় ব্যক্তি মারা যাওয়ার পর সমবেদনা জ্ঞাপনের আয়োজন করা হয়।
মার্চ ১৫, ২০১৯, অস্ট্রেলিয়ার নাগরিক ফার্মাসিস্ট ব্রেন্টন ট্যারান্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ঢুকে গুলি চালালে ৪৯ জন মারা যান। প্রথম মসজিদে হামলার দৃশ্য সরাসরি দেখতে পাওয়া যায়।