গান্ধীর আবক্ষ মূর্তিতে থাপ্পড় ও জুতো পেটানোর ভিডিওটি আসলে কানাডার
মহত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে থাপ্পড় ও জুতো পেটানোর ভিডিওটি পুরনো। ২০১৫ সালে কানাডায় ভারতীয় বংশদ্ভূতরা ঘটিয়েছিল ওই নক্কারজনক ঘটনাটি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মহত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে থাপ্পড় ও জুতো পেটানো হচ্ছে। ভিডিওটিতে দুজন পুরুষের একজনকে থাপ্পড়, পরে কানমলা ও দুজনকে পরে জুতো মারতে দেখা যায়।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, “#নতুন ভারতে আপনাকে স্বাগত। একদম হা-হুতাস করবেনে না, #ছিঃ #ছিঃ করবেন না। চুপ করে দেখুন, তারপর হালকা করে ঘুমিয়ে পরুন।”
পোস্টটি ২৩৫ জন লাইক ও ৪৪৯ জন শেয়ার করেছেন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

তথ্য যাচাই
বুম ‘মহত্মা স্ল্যাপটড বাই শু’ নামে গুগলে কিওয়ার্ড সার্চ করেছিল। ইউটিউবে ১৭ অগস্ট ২০১৫ আপলোড হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যাবে। বেসাইড জার্নাল নামে ওই ভিডিওটিতে শিরোনাম লেখা হয়েছিল, ‘ইডিওট স্ল্যাপ মহত্মা গান্ধী উইথ শু।’ ভিডিওটি নীচে দেখা যাবে।
ওন্টারিওর ৮৫০ কিমি অদূরে কানাডার মাানাটোবার উইনিপেগ শহরে ২০১৫ সালের অগস্ট মাসে এই ঘটনা ঘটে। ইন্ডিয়া ডট কম-এর খবরে প্রকাশ ভারতীয় বংশদ্ভূত দুই যুবক ভারতের স্বাধীনতা দিবসের দিন ওই ধিক্কারজনক ঘটনা ঘটায়।