রাস্তায় ভারতমাতার স্তুতি দেওয়া এই মহিলা কী লাহোরের?
বুম যাচাই করে দেখেছে ভিডিওটি ২০১৭ সালের । ওই মহিলা শ্রীনগর লালচকের রাস্তায় ওই স্লোগান দিয়েছিলেন।
ফেসবুকে এক মহিলার ভারতমাতা স্তুতি দেওয়ার ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে সেটি পাকিস্তানের লাহোরের ঘটনা।
৪৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায় সালোয়ার কামিজ পরিহিত এক মহিলা ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দিচ্ছেন। শুনশান রাস্তায় টহলরত উপস্থিত নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন ‘বন্দেমাতারম, আপ ভি ভারত কি হ্যায় ভারত মাতা কি জয় বোলনা হামারা ফরজ হ্যায়।’ (অনুবাদ: আপনিও ভরতের, ভারত মাতার জয় বলা আবশ্যক)
ভিডিওটিতে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে, ‘পাকিস্তান লাহোর মে নাড়া লাগানে ওয়ালি পেহলি মা হ্যায়।’ (অনুবাদ: পাকিস্তানের লাহরে স্লোগান দেওয়া প্রথম মা)
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘সাবাস! জয় হিন্দ।’
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে জেনেছে এটি লাহোরের ঘটনা নয়। ২০১৭ সালের ১৫ আগস্ট ‘জেকে আপডেট’ তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করে। ভিডিওটির কোনায় তাদের লোগো সহ তারিখের স্ট্যাম্প দেখা যাচ্ছে। ইউটিউবে আপলোড হওয়া ভিডিওটির শিরোনাম দেখে বোঝা যায় এক কাশ্মীরি মহিলা শ্রীনগরের লালচকে ‘ভারত মাতা কি জয়’ স্তুতি বন্দনা করেন।