ফাস্ট চেক
ওএমজি: ওটা এখনও ভুয়ো
এটা কোনও শিল্পে জীবনের প্রতিচ্ছবি নয়। এটা ফটোশপ-করা এবং তা আবার প্রচার করা হচ্ছে।
Claim
“কখনও কখনও সিনেমার তারকারা নিজেদের অজান্তেই আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। (कभी कभी फिल्म्स वाले अनजाने में ही सही सच्चाई से रूबरू करवा ही देते है)
Fact
একটা ছবিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং স্বরাজ’র কলামনিস্ট শেফালি বৈদ্যকে একসঙ্গে দেখা যাচ্ছে। ‘ও মাই গড’ নামক এক হিন্দি ফিল্মের স্থিরচিত্রের সঙ্গে ওই ফোটোশপ-করা ছবির সাদৃশ্য আছে। ছবিটিতে অন্ধ বিশ্বাস আর ধর্মীয় ভন্ডদের সমালোচনা করা হয়েছে। ফিল্মটিতে অক্ষয়কুমার ও পরেশ রাওয়াল অভিনয় করেন। বুম ছবিটিকে আগেও খন্ডন করে, ৩০ মে ২০১৮ সালে জিগনেশ মেবানি যখন সেটি ট্যুইট করেন।