নভজ্যোৎ সিংহ সিধুকে জনৈক মহিলার জুতো মারতে উদ্ধত হওয়ার ছবিটি ফটোশপ করা
বুম ছবিটি কাটছাঁট করে পেয়েছে সিধুর ছবিটি তার সাম্প্রতিক একটি প্রচারসভা থেকে নেওয়া।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা যাচ্ছে সবুজ শাড়ি পরিহিত এক মহিলা পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধুকে জুতো মারার জন্য উদ্ধত হয়েছেন। ওই পোস্টটিতে হিন্দিতে ক্যাপশন করা হয়েছে, “#ठोकोतालीठोको_ठोको”। যা সিধুর অংশ নেওয়া টিভির কৌতুক অনুষ্ঠানের বহুল শ্রুত বাক্য।
পোষ্টটির ছবিতে নভজ্যোৎ সিংহ সিধুকে মঞ্চে এক হাতে মাইক্রাফোন নিয়ে বক্তব্য পেশ করাতে দেখা যাচ্ছে। এক মহিলা তাকে জুতো দিয়ে মারতে উদ্ধত হয়েছেন। নভজ্যোৎ সিংহ সিধুকে অন্য হাতে ওই মহিলার হাতে থাকা জুতোটিকে সামাল দেবার ভঙ্গিমাতে দেখা যাচ্ছে। এরকম একটি পোস্টে আর্কাইভ করা আছে এখানে। পোস্টটি নীচে দেওয়া হল।
তথ্য যাচাই
ছবিটিকে খালি চোখে দেখলেই ফটোশপের দুর্বলতা নজরে পড়ে। বিশেষত মহিলার ছবিটির ঔজ্বল্য সিধুর ছবির ওজ্বল্যের থেকে কম। যা দেখে অনুমান করা যায় ছবিটি ডাউনলোড করা।
বুম ছবিটিকে দুভাগে ভাগ করে প্রতিটি অংশ রিভার্স সার্চ করেছিল।
নভজ্যোৎ সিংহ সিধুর ছবিটি এবছর এপ্রিল মাসে বিহারে অংশ নেওয়া একটি প্রচারসভার যা পাওয়া যাবে দৈনিক জাগরন-এর ওয়েবপেজে।

অতঃপর, ওই মহিলার ছবিটি অনলাইনে দীর্ঘদিন ধরে রয়েছে। বুম রিভার্স সার্চ করে পেয়েছে ওই ছবিটি ২০১৭ সালে একটি ওয়েবসাইটে কৌতুক হিসাবে প্রকাশ করা হয়েছিল। নীচে পোস্টটির স্ক্রিনশট দেওয়া হল।

খবরের ওয়েবসাইটে স্টক ফটো হিসাবেও ছবিটি ব্যবহার হয়েছিল।
Claim : ছবিতে দেখা যায় নভজ্যোৎ সিংহ সিধুকে জনৈক মহিলা জুতো মারতে উদ্ধত হয়েছেন
Claimed By : FACEBOOK POSTS
Fact Check : FALSE
Next Story