অস্ট্রেলিয়ায় ডুবে যাওয়া বাড়ির ছবি বিহারের বন্যার দৃশ্য বলে চালানো হচ্ছে
ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে, সেটি বন্যা কবলিত বিহারের ছবি।

বন্যায় বিধ্বস্ত অস্ট্রেলিয়ার পাঁচ মাসের পুরনো একটি ছবি আজকের বন্যা-কবলিত বিহারের বলে চালানো হয়েছে।
বিহার আর অসম রাজ্য এখন ভয়াবহ বন্যার কবলে। সেখানে প্রায় ২০০ মানুষ মারা গেছেন। আর প্রায় এক কোটি লোক ক্ষতিগ্রস্ত। ভাইরাল পোস্টটি নীচে দেখা যাবে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ক্যাপশনে বলা হয়েছে, “সকলে উপেক্ষা করছে, কোনও বড় ঘটনা বলে মনে করাই হচ্ছে না। কোনও সাহায্য আসছে না। তার কারণ এটা বিহার...মুম্বাই বা কেরল নয়। দুঃখের বিষয়, বিহার ডুবছে।
এই ছবিটি অনেকগুলি ফেসবুক প্রোফাইল থেকে একই দাবি সমেত শেয়ার করা হয়েছে।
তথ্য যাচাই
বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে খবর পরিবেশন করা কয়েকটি ওয়েবসাইটের সন্ধান মেলে। যেগুলি ওই একই ছবি ব্যবহার করেছিল। সেটি তোলা হয়েছিল গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় এক ভয়ংকর বন্যার সময়।

সিএনএন-এর ওয়েবসাইট-এ ব্যবহার করা ছবিটি আমরা খুঁটিয়ে দেখি। দেখা যায়, ছবিটির ডান দিকের কোণে চিত্রশিল্পীর নাম আছে।

বুম ‘গেট্টি ইমেজে’ হিচকক নাম দিয়ে সার্চ করলে, টাউন্সভিল-এ বন্যার সময় তাঁর তোলা একই ধরনের ছবি বেরিয়ে আসে।


এই বছরের শুরুর দিকে, ভারী বৃষ্টি হলে উত্তরপূর্ব অস্ট্রেলিয়ার টাউন্সভিল ও কুইন্সল্যান্ড-এ বন্যা দেখা দেয়। তার ফলে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। ওই বন্যা সম্পর্কে আরও জানতে এখানে আর এখানে ক্লিক করুন।
Claim Review : ছবির দাবি বিহারের বন্যায় সরকারের হেলদোল নেই
Claimed By : FACEBOOK PAGES
Fact Check : FALSE
Next Story