টাকা উদ্ধারের ছবি তামিলনাড়ুর বিজেপি নেতার বাড়ির নয়
বাজেয়াপ্ত করা টাকার ওই ছবিগুলি পুরনো। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের তল্লাশির নয়।
মুর্শিদাবাদ টাউন নামের একটি ফেসবুক পেজে তিনটি বাজেয়াপ্ত করা টাকার ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, সেগুলি তামিলনাড়ুর বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হওয়া। ১৭ মার্চ ওই পোস্টে ক্যাপশান করা হয়েছে, তামিলনাড়ু তে বিজেপি নেতার ঘর থেকে উদ্ধার হল ৪০ হাজার কোটি টাকা। মোদির আচ্ছে দিনের নমুনা দেখছে দেশবাসী। আর্কাইভ পোস্টটি দেখা যাবে এখানে।
পোস্টের আর্কাইভ দেখুন এখানে।
প্রথম ছবিটিতে, ব্যাগ ভর্তি টাকার তোড়ার সামনে পুলিশ, ক্যামেরাম্যান ও সাদা পোশাকে আধিকারিকদের দেখা যায়। দ্বিতীয় ছবিটিতে পেটি ভর্তি টাকার তোড়া। এবং ভাঙা মেঝেই গর্তের ছবি দেখা য়ায তৃতীয় ছবিটিতে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে দেখেছে প্রথম ছবিটি তামিলনাড়ুর। তবে সাম্প্রতিক সময়ের নয়। ২০১৩ সালে নির্বাচন কমিশনের আধিকারিকরা ওই হিসেব বহির্ভুত টাকা উদ্ধার করে। ডেলি মেইল এই খবর প্রকাশ করেছিল। চেকফোরস্ক্যাম নামে একটি তথ্য যাচাইকারী ওয়েবসাইট ছবিটি নিয়ে ২০১৬ সালে এরকম ভুয়ো খবর খন্ডন করে।
দ্বিতীয় ছবিটি ২০১৭ সালের। আয়কর দপ্তর কালো টাকার বিরুদ্ধে অভিযান চালায়- তিন মহানগর দিল্লি, মুম্বাই ও কলকাতায়। তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটির বেশি টাকা উদ্ধার করে আয়কর দপ্তর। এই তল্লাশির খবরের ভিডিও লিঙ্ক দেখা যাবে এখানে।
তৃতীয় ছবিটি মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের। ২০১৭ সালে ওই অঞ্চলের ব্যাঙ্ক অফ বরোদার জুইনগর শাখায় চুরির। চোরেরা ব্যাঙ্কের লকার রুমের মেঝের তলায় গর্ত করে ৪০-ফুট লম্বা সুড়ঙ্গ খোড়ে।