BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • এগুলো কি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন...
ফ্যাক্ট চেক

এগুলো কি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বাড়ি? একটি তথ্য যাচাই

বুম দেখে চারটির মধ্যে তিনটি ছবি হল দ্য ললিত গ্র্যান্ড প্যালেসের।

By - Anmol Alphonso |
Published -  27 Aug 2019 6:48 AM IST
  • মিথ্যে দাবিসহ বেশ কয়েকটি বাড়ির ছবি শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে, সেগুলি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ফারুখ আবদুল্লাহ, মেহবুবা মুফতি ও রাজনৈতিক নেতা গুলাম নবি আজাদের বাড়ি।

    একটি টুইটে বলা হয়েছে, “গুলাম নবি আজাদ, ওমর আবদুল্লাহ, ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতির বাংলোগুলো দেখুন। এগুলি সরকারি বাড়ি এবং সরকারই এগুলি রক্ষণাবেক্ষণ করে জনগণের টাকায়। আপনারা এখনই জানতে পারবেন, কেন ওই ব্যক্তিরা ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তির বিরোধিতা করছেন।”



    টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

    ফেসবুকেও ভাইরাল হয়েছে ছবিগুলি

    ফেসবুক পোস্টগুলি।

    তথ্য যাচাই

    গুগুলের সাহায্যে আমরা ছবিগুলির রিভার্স ইমেজ সার্চ করি। দেখা যায়, চারটি ছবির মধ্যে তিনটি হল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে দ্য ললিত গ্র্যান্ড প্যালেসের ছবি।

    প্রথম ছবি

    ১ম ছবি

    প্রথম ছবিটিতে হলুদ জ্যাকেট-পরা একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি ২৫ জানুয়ারি ২০০৯ সালে পর্যটন ওয়েবসাইট ‘ট্রিপঅ্যাডভাইসার’এ পোস্ট করা হয়। হোটেল দ্য ললিত গ্র্যান্ড প্যালেসের ছবি সেটি।

    দ্বিতীয় ছবি

    দ্বিতীয় ছবিতে অবশ্য ওমর আবদুল্লাহ তাঁর বাসভবনের দিকে হেঁটে যাচ্ছেন। রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৪ সালে একটি টিভি চ্যানেলের রিপোর্টের সঙ্গে ব্যবহার করা হয়েছিল সেটি।

    প্রতিবেদনে ব্যবহার হওয়া ছবি

    যে রিপোর্টের সঙ্গে ছবিটি ব্যবহার করা হয় আমরা একই ধরনের আরও একটি ছবি পাই। ছবিটি ‘ইন্ডিয়ান একসপ্রেস’-এ প্রকাশ করা হয়েছিল ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর। ছবিটির ক্যাপশন লেখা হয়েছিল, “তাঁর গুপকার বাসভবনে মিডিয়ার দিকে হেঁটে যাচ্ছেন ওমর আবদুল্লাহ।”

    ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশ হওয়া ছবিটি।

    তৃতীয় ছবি

    তিন নম্বর ছবিটিও দ্য ললিত গ্র্যান্ড প্যালেসের। সেটিও ভ্রমণ বুকিং ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজারে পোস্ট করা হয়েছিল।

    ৩য় ছবি

    ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ইউটিউবে আপলোড করা ভিডিওতেও ওই একই ঘাসের লন দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়: “দ্য ললিত গ্র্যান্ড প্যালেস শ্রীনগর।”



    চতুর্থ ছবি

    চতুর্থ ছবিটিও দ্য ললিত গ্র্যান্ড প্যালেসের। সেটিও ট্রিপঅ্যাডভাইজারে পোস্ট করা হয়।

    চতুর্থ ছবি

    “দ্য ললিত গ্র্যান্ড প্যালেস” ক্যাপশন সমেত যে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল, তার ০.৩৪ সেকেন্ড সময়ে, ওই একই জায়গাটি দেখতে পাওয়া যায়।



    প্রাক্তন মুখ্যমন্ত্রী আবদুল্লাহ এবং মুফতি দু’জনকেই ৩৭০ ধারা বাতিল হওয়ার পর আটক করা হয়েছে।

    Tags

    ARTICLE 35AARTICLE 370CHIEF MINISTERDAL LAKEfake newsFake photosFAROOK ABDULLAHFeaturedGULAM NABI AZADHOTELJammu And KashmirKashmirMEHBOOBA MUFTIOmar AbdullahSRINAGARTHE LALIT GRAND PALACEওমর আবদুল্লাগুলাম নবি আজাদজম্মু-কাশ্মীরদ্য ললিত গ্রান্ড প্যালেসফারুক আবদুল্লাবাংলো বাড়িভুয়ো খবরমুখ্যমন্ত্র
    Read Full Article
    Claim :   দেখুন গুলাম নবি আজাদ, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, ওমর আবদুল্লার বাংলো
    Claimed By :  FACEBOOK POSTS
    Fact Check :  MISLEADING
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!