টিএমসি-র প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই নুসরত জাহানের ফোটোশপ করা পুরনো ছবি ভাইরাল
ফোটোশপে সারা শরীরে ট্যাটু আঁকা স্বল্প পোশাক-পরা এক মহিলার মুখের জায়গায় নুসরত জাহানের মুখ বসিয়ে দেওয়া হয়েছে । সঙ্গে বাংলায় লেখা ক্যাপশনটি এতটাই নিম্ন রুচির এবং মর্যাদাহানিকর যে, বুম সেটি এখানে তুলে না-করার সিদ্ধান্ত নিয়েছে ।
উত্তর চব্বিশ পরগণার বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস দলের লোকসভার প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার ঘোষণার পরেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানের ফোটোশপ করা ছবি সোশাল মিডিয়ায় বিশেষত ফেসবুকে ভাইরাল হয়েছে ।
ফোটোশপে সারা শরীরে ট্যাটু আঁকা স্বল্প পোশাক-পরা এক মহিলার মুখের জায়গায় নুসরত জাহানের মুখ বসিয়ে দেওয়া হয়েছে । সঙ্গে বাংলায় লেখা ক্যাপশনটি এতটাই নিম্ন রুচির এবং মর্যাদাহানিকর যে, বুম সেটি এখানে তুলে না-করার সিদ্ধান্ত নিয়েছে ।
পোস্টে ফোটোশপ করা ছবির স্ক্রিনশটটি নীচে এবং পোস্টটি এখানে দেখুন ।
আর স্ক্রিনশটটির আর্কাইভ সংস্করণ দেখতে এখানে , এখানে এবং এখানে ক্লিক করুন ।
এই লেখার সময় পর্যন্ত পোস্টটি ১০০ বারেরও বেশি শেয়ার হয়ে গিয়েছে । শেয়ার হওয়ার এক ঘন্টার মধ্যেই একটি গ্রুপ হিন্দু সংগঠন (আরএসএস) সেটি সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে নুসরত জাহানের ছবিটি অন্যান্য পোস্টেও ছড়িয়ে যায়, যাদের অনেকেই এই বাঙালি অভিনেত্রীকে প্রার্থী করা নিয়ে অশ্রদ্ধাসূচক মন্তব্য করতে থাকেন ।
তথ্য যাচাই
নুসরত জাহানের ছবিটি অত্যন্ত নিকৃষ্ট ধরনের ফোটোশপের উদাহরণ । ভাল করে নজর করলেই বোঝা যায়, নুসরত জাহানের মুখটি যে মহিলার শরীরে বসানো হয়েছে, সেটি মুখের সঙ্গে মানানসই নয়, শরীরটি আরও রোগা । বুম ছবিটির খোঁজখবর চালিয়ে দেখেছে, বিকিনি-পরা এই ছবিটি এক মডেলের, যা শেয়ার হয়েছে ইন্ডালজি ডট কম বা indulgy.com নামের একটি ওয়েবসাইটে, যার ক্যাপশনে লেখা রয়েছে ট্যাটু করা এক মহিলা।
ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন ।
আরও তল্লাশি চালিয়ে আমরা দেখেছি, নুসরতের এই ফোটোশপ করা ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বেশ কয়েকটি ওয়েবসাইটে ভিডিওয় থাম্বনেল হিসাবে ব্যবহার করা হয়েছে । ছবিটি তিন বছর পুরনো।
লোক সভা ভোটের প্রার্থী তালিকায় এবার ৪২টি কেন্দ্রের মধ্যে ১৭ জন মহিলা প্রার্থী। অভিনেত্রী নুসরত জাহান ছাড়া মিমি চক্রবর্তীও লড়বেন যাদবপুর থেকে।