ফোটোশপ করা টুইটের দাবিঃ রতন টাটা নাকি প্রধানমন্ত্রী মোদীকে এক হাত নিয়েছেন
ভাইরাল হওয়া এই টুইটটি একটি ভুয়ো টুইটার হ্যান্ডেল থেকে বেরিয়েছে, রতন টাটার সরকারি অ্যাকাউন্ট থেকে নয়
![](https://bangla.boomlive.in/wp-content/uploads/sites/3/2019/03/Ratan-Tata-Fake-Tweet.jpg)
"৬৫ জন সৈনিকের মৃত্যু যদি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বাড়িয়ে থাকে, তবে এই দেশকে কেউ বাঁচাতে পারবে না"—শিল্পপতি রতন টাটার নামে ছাড়া এই ভুয়ো টুইটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
ফোটোশপ করা এই টুইটটি ফেসবুকে যার নামে শেয়ার করা হয়েছে, সে হল 'আমি এনডিটিভি-র রবীশ কুমারের সঙ্গে আছি' নামে একটি পেজ । এই লেখার সময় পর্যন্ত পোস্টটি ২৫০০ জন শেয়ার করেছে এবং ৩৪০০টি প্রতিক্রিয়া মিলেছে ।
![](https://bangla.boomlive.in/wp-content/uploads/sites/3/2019/03/Ratan-tata-false-facebook-post-700x301.jpg)
পোস্টটি দেখতে এখানে এবং তার আর্কাইভ বয়ান দেখতে এখানে ক্লিক করুন ।
টুইটের স্ক্রিনশটে হিন্দিতে লেখাঃ ৬৫ জন সৈনিকের মৃত্যুর বিনিময়ে যেদেশের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পায়, সেই দেশকে কেউ ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না ।
ফেসবুকে পোস্টটির খোঁজ লাগালেই দেখা যাবে, সেটি ভাইরাল হয়েছেঃ
![](https://bangla.boomlive.in/wp-content/uploads/sites/3/2019/03/Facebook-Search-of-fake-Ratan-Tata-Tweet-312x365.jpg)
বুম-এর হোয়াট্স্যাপ হেল্পলাইন নম্বরেও (৭৭০০৯০৬১১১)এই পোস্টটির সত্যতা জানতে চেয়ে অনেক প্রশ্ন এসেছে ।
![](https://bangla.boomlive.in/wp-content/uploads/sites/3/2019/03/Ratan-Tata-WhatsApp-msg-Fake-tweet.png)
তথ্য যাচাই
বুম দেখেছে, টুইটটি ফোটোশপ করা, কেননা রতন টাটার সরকারি টুইটার হ্যান্ডেলটি হল জাল টুইটটিতে যা আছে, সেই @Rntata200 নয় ।
![](https://bangla.boomlive.in/wp-content/uploads/sites/3/2019/03/Real-and-fake-tata-700x258.png)
বুম টাটার টুইটার হ্যান্ডেলের টাইমলাইনও যাচাই করে দেখেছে, সেখানে ভুয়ো টুইটটির মতো কোনও টুইটের অস্তিত্ব নেই l ভাইরাল পোস্টে উল্লেখিত অ্যাকাউন্টটিরও কোনও হদিশ এই টাইমলাইনে নেই ।
![](https://bangla.boomlive.in/wp-content/uploads/sites/3/2019/03/Tatas-twitter-timeline.jpg)
পুলওয়ামায় জঙ্গি হানার জবাবে পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার বিমান-হানার পর রতন টাটা প্রধানমন্ত্রী এবং ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিতে সফল বিমান আক্রমণের জন্য ।