ছবি সম্পাদনার দুর্বলতা কংগ্রেসকে সোশাল মিডিয়ার উপহাসের পাত্র করে তুলেছে
ছবিটা ঠিকমতো সম্পাদনা করা হয়নি বটে, তবে ছবিটা ভুয়োও নয়, যেমনটা নাকি কিছু টুইটার ব্যবহারকারী অভিযোগ করেছেন

এক বৃদ্ধা মহিলার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আলিঙ্গন করার একটি ফোটো টুইটার ব্যবহারকারীদের এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যকর্তাদের কোপে পড়েছে কয়েকজন নেটিজেন ছবিটিতে একটি ভূতুড়ে হাতের অনুপ্রবেশ লক্ষ করায় ।
ভারতীয় জাতীয় কংগ্রেস তার দারিদ্র দূরীকরণ কর্মসূচির প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ‘ন্যায়’-এর পোস্টারে ছবিটি ব্যাপকভাবে ব্যবহার করেছে ।
ছবিটির পশ্চাত্পট ঝাপসা করে দেওয়া হয়েছে, কিন্তু তার ডান দিকের নীচের কোণে বৃদ্ধার শাড়ির পিছনে কয়েকটি ভূতুড়ে আঙুল দেখা যাচ্ছে—

সোশাল মিডিয়া এই ছবিটি জিইয়ে তুলে প্রশ্ন করেছে, এই আঙুলগুলির মালিক কে, বা ওই তৃতীয় হাতটি কার?
বেশ কয়েকটি পোস্টে ছবির ক্যাপশনে ইঙ্গিত করা হয়েছে যে, রাহুল গান্ধীর ভাবমূর্তি জনচক্ষে উজ্জ্বল করতে ছবিটি ফোটোশপ করা হয়েছে । একই ছবি স্মৃতি ইরানি এবং তেজিন্দর পাল সিং বাগ্গার টুইটার অ্যাকাউন্টেও স্থান পেয়েছে ।

ভাইরাল হওয়া এই পোস্টের আর্কাইভ বয়ান এখানে , এখানে এবং এখানে দেখে নিতে পারেন ।
তথ্য যাচাই
বুম যখন ভাইরাল হওয়া ছবিটির খোঁজ লাগায়, তখন দেখে, একই ছবি টুইটার হ্যান্ডেল @I_theindian টুইট করেছে ২০১৯-এর ৮ জানুয়ারি, সংবাদসংস্থা এএনআই-এর একটি টুইটের জবাবে ।

এই ছবিটিতেই প্রমাণিত হয় যে, বৃদ্ধা মহিলাটির পাশেই আর একজন লোক দাঁড়িয়ে আছে, যার হাতটাই ওই ভূতুড়ে হাতের রহস্য ।
আরও খোঁজখবর চালিয়ে দেখা যায়, ছবিটি ২০১৫ সালের ডিসেম্বরের, যখন রাহুল গান্ধী বিধ্বংসী বন্যায় কবলিত পুদুচেরীর দুর্গতদের দেখতে সেখানে যান । পুদুচেরীর সেই বন্যা বিষয়ে আরও জানতে এখানে পড়ুন ।
কংগ্রেসের সরকারি টুইটার হ্যান্ডেল থেকেও ছবিগুলি টুইট করা হয়েছিল—
Claim : ফটো দেখাচ্ছে কংগ্রেস রাহুল গান্ধীর একটি ফটোশপ করা ছবি টুইট করেছে
Claimed By : Facebook posts, Twitter
Fact Check : MISLEADING
Next Story