২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের সময় জ্যাক ড্যানিয়েল্স-এর বোতল হাতে রবি শাস্ত্রী? না, এটা ফোটোশপ
ভারতীয় ক্রিকেট দলের গ্রুপ ফটোর মধ্যে নেটিজেনরা একটি জ্যাক ড্যানিয়েল্স-এর হুইস্কির বোতল ঢুকিয়ে দিয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের গ্রুপ ফোটোয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর চেয়ারের নীচে রাখা মদের বোতলের ছবিটি ফোটোশপ করা ।
জ্যাক ড্যানিয়েল্স হুইস্কির একটি বোতলের ছবি কেটে এই ফোটোয় সেঁটে দেওয়া হয়েছে । এবং ফোটোশপের এই কারিকুরি বেশ কাঁচা হাতের কাজ । বুম তার হোয়াট্স্যাপ হেল্পলাইন নম্বরে (৭৭০০৯০৬১১১)এক পাঠকের কাছ থেকে ছবিটি পেয়েছে, যিনি জানতে চেয়েছেন ছবিটি যথাযথ কিনা ।
একই ক্যাপশন দিয়ে টুইটারেও ছবিটি ভাইরাল হয়েছে । যারা এই টুইটের উত্তর দিয়েছে, তাদের অধিকাংশই অবশ্য ছবিটিকে ভুয়ো এবং ফোটোশপ করা বলে রায় দিয়েছে, কেউ কেউ বলেছে, স্রেফ রসিকতা করেই এটা করা হয়েছে । টুইটটির আর্কাইভ বয়ান দেখুন এখানে ।
ছবিটি দেখলেই বোঝা যায়, এটি ভুয়ো এবং সাজানো, তবু কিছু-কিছু টুইটার ব্যবহারকারী আবার এটি বিশ্বাসও করেছে ।
একজন বিজেপি সমর্থক যেমন লিখেছেঃ ছবিটি বড় করলে দেখা যাবে রবি শাস্ত্রীর চেয়ারের নীচে একটি মদের বোতল রয়েছে । এখন প্রশ্ন হল, ভারতীয় ক্রীড়া মন্ত্রক কি এ জন্য কোচের কাছে কোনও ব্যাখ্যা চাইবে, নাকি বরাবরের মতো এটা বিসিসিআইয়ের ব্যাপার বলে দায় এড়িয়ে যাবে!
ছবিটির খোঁজখবর চালিয়ে দেখা গেছে, মূল ছবিতে কোনও মদের বোতল ছিল না। বিসিসিআই-এর সরকারি টুইটার হ্যান্ডেল ২০১৯ সালের ৬ জুলাই ছবিটি টুইট করেছিল ।
আর ফেসবুকে দেওয়া ফোটোশপ করা ছবিটির ক্যাপশনে প্রশ্ন তোলা হয়েছেঃ মাঠের মধ্যেই বসে হুইস্কি পান করার কি তাড়াহুড়ো ছিল যে রবি শাস্ত্রী হোটেলের ঘর পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না?
অন্য একটি ওয়েবসাইটে দেওয়া একই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, এটি লিডস-এর হেডিংলি স্টেডিয়ামে তোলা, যেখানে বিশ্বকাপের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলছিল । ছবিটি দেখতে এখানে ক্লিক করুন ।