ফাস্ট চেক
তৃণমূল প্রার্থী কী সত্যি বলেছেন রহিঙ্গাদের আশ্রয় নিয়ে বলার কারোর অধিকার নেই?
বুম আসল ভিডিওটি খুজে পেয়েছে। যেখানে একটি পথনাটিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয়রত ওই মহিলা রহিঙ্গাদের প্রসঙ্গটি তুলছেন।
Claim
উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ কী ঘোষনা করেছেন যে, হরিনাম, রামনাম ও মার্কসবাদ পশ্চিমবঙ্গে অনুমতি দেওয়া হবে না এবং রহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া হবে?
FactCheck
এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তৈরি পথনাটিকা। ২:৪০ সময়ে ভিডিওটিতে সাংবাদিকরূপী ব্যক্তিকে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করতে দেখা যায়। পুলিসকে অতিনাটকীয় ব্যবহার করতে দেখা যায়। মাঝপথে এক মুসলিম মহিলা উঠে দাড়ায়। সবাই তাকে বসতে বলে। দেহরক্ষীর ভূমিকা পালন করা ব্যক্তির অতিনাটকীয় ব্যবহার। ভিডিওটিতে অভিনয় আচমকা শেষ হয়।কাকলি ঘোষ দস্তিদার রোহিঙ্গা মুসলিমদের সমর্থন করছেন এরকম একটি গুজব গত মাসে বুম খন্ডন করেছে।