ফাস্ট চেক
২০০৬-এর তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ভাঙচুরের ভিডিও ভুয়ো দাবিতে ভাইরাল
এই ভিডিওটি ২০১৭ ও ২০১৮-র এপ্রিলে একইরকম ভুয়ো তথ্যের সঙ্গে ভাইরাল হয়েছিল।
Claim
একটি পার্টি মিটিং-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দিলে তাঁরা বিপুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
FactCheck
এই ছবিটি আসলে ৩০ শে নভেম্বর ২০০৬-এর, যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা পশ্চিমবঙ্গের বিধানসভার লবিতে ভাঙচুর চালান। সেই সময় টাটা মোটরস নিয়ে সিঙ্গুরে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরে যাওয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি সেখানে যান এবং পুলিস তাঁকে গ্রেফতার করে। টিএমসি বিধায়করা ঐ ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিধানসভার লবিতে ভাঙচুর চালান। ২০১৮ সালের এপ্রিলেও বুম এই ভিডিওটির তথ্য যাচাই করেছিল।