ফাস্ট চেক
এটা কি সৌদি আরবের আরামকো তেল শোধনাগারের ওপর ড্রোন হামলার ভিডিও? আদেও তা নয়
২০১২ সালে মেক্সিকোয় তোলা এক ভিডিও আবার ভাইরাল হয়েছে। বলা হচ্ছে সেটি নাকি সৌদি আরবে আরামকো শোধনাগারের ওপর ড্রোন হামলার ভিডিও।
Claim
এই ভিডিওটি হল সৌদি আরবে আমারকো তেল শোধনাগারে ড্রোন আক্রমণের ফুটেজ।
FactCheck
মেক্সিকোর রেনোসায় এক শোধনাগারে বিস্ফোরণের ভিডিও এটি। জায়গাটি মেক্সিকো-মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে। ঘটনাটি ঘটেছিল ১৮ সেপ্টেম্বর ২০১২ সালে। সরকারি মালিকানাধীন তেল ও গ্যাস কম্পানি পেমেক্স’র প্রাকৃতিক গ্যাস মজুত করার পরিকাঠামোয় এক বিস্ফোরণ ঘটে। তাতে বেশ কিছু মানুষ মারা যান। মনে করা হয় গ্যাস লিক করার ফলেই ওই দুর্ঘটনা ঘটেছিল। এর আগে, অগস্ট ২০১৮’য়ও ভিডিওটি একবার ভাইরাল হয়। সেই সময় ওই ভিডিওটি সংক্রান্ত দাবি বুম খন্ডন করেছিল। তখন বলা হয়েছিল, মুম্বাইয়ে ভারত পেট্রলিয়াম করপোরেশন লিমিটেডের শোধনাগারে এক বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ফুটেজ দেখানো হয়েছে ভিডিওটিতে।