ফাস্ট চেক
এক চার্চ সদস্যের একজন পাদ্রিকে মারার ভিডিও বিজেপি কর্মীর কাজ বলে পুনঃপ্রচার করা হচ্ছে
তেলেঙ্গানায় এক প্রাক্তন চার্চ সদস্য একজন পাদ্রিকে মারছেন।তার একটি পুরনো ভিডিও ব্যাঙ্গালুরুতে বিজেপি কর্মী ধর্মজাজককে পেটাচ্ছে বলে ভাইরাল হয়েছে
Claim
ব্যাঙ্গালুরুতে এক বিজেপি কর্মকর্তা চার্চে উপাসনা চলাকালে রেভারেন্ডকে (পাদ্রি) মারছে। এই ভিডিওটি যত বেশি সংখ্যক মানুষের কাছে সম্ভব পাঠান। সারা দুনিয়া দেখুক মোদীর নেতৃত্বে বিজেপি কেমন চলছে। যে মোদী খ্রিস্টান দুনিয়ায় ভিক্ষে করে বেড়াচ্ছেন। উনি কি ভারতে সংখ্যালঘুদের ক্ষেত্রে পাকিস্তানের চেয়েও বড় সন্ত্রাসবাদী নন?
FactCheck
চার্চের একজন প্রাক্তন সদস্য পাদ্রিকে মারধোর করে, বিজেপির কর্মী নয়। বুম আগেই, মে, ২০১৮’য়, এই দাবি খন্ডন করেছিল। দেখা গিয়েছিল যে, ঘটনাটি ঘটে তেলেঙ্গানার ভাদ্রাদ্রি কোঠাগুদেম-এ। যে গির্জায় ঘটনাটি ঘটে, সেটি চার্চ অফ সাউথ ইন্ডিয়া-র (সিএসআই) অধীনে। বুম সিএসআই-এর এক সদস্যের সঙ্গে কথাও বলেছিল। তিনি বলেছিলেন যে, ওই সদস্যকে বহিষ্কার করা হয়েছিল। এবং পাদ্রিকে মারার আগে সেই ব্যক্তি তাঁর সঙ্গে বহিষ্কৃত হওয়ার ব্যাপারে কথা বলতে এসেছিল।