ভারতীয় সেনারা কী আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের উপর অগ্রাসন চালাচ্ছে?
বুম খুঁজে পেয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো এবং সেটি ভরত-নেপাল সীমান্ত এলাকা কাঞ্চনপুরের সীমানা সংক্রান্ত।
সোশাল মিডিয়ায় ভারত-নেপাল সীমান্ত সমস্যার পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে সেটি ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে বিমানবন্দর নির্মানকে কেন্দ্র করে উদ্ভুত সমস্যার ভিডিও। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টগুলিতে বলা হচ্ছে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সীমানা স্তম্ভ উপড়ে ফেলে আগ্রাসন চালাচ্ছে।
১ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে সেনারা সীমানার খুঁটি উপড়ে ফেলছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যাচ্ছে এলাকাবাসীদের মধ্যে।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘আগরতলা বিমানবন্দর বানানোর জন্য ভারতীয় বাহিনী কিভাবে বাংলাদেশের পিলার উপড়ে ফেলে দিচ্ছে দেখুন। নতুন করে মুক্তির জন্য আবার যুদ্ধ করতে হবে’’
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৩৫ হাজার জনেরও বেশি। শেয়ার করেছেন ৬৭৩ জন ও লাইক করেছেন ৫৫২ জন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকে ক্যাপশন সার্চ করলে দেখা যায় পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
বুম ইন্ডেক্স-এ ফেসবুক পোস্টটির ভিডিওটির কিফ্রেমগুলি রিভার্স সার্চ করে ২০১৮ সালের ২৭ এপ্রিল আপলোড হওয়া এই ভিডিওটির হদিস পায়। ভিডিওটির ক্যাপশন লেখা হয়েছিল, "নেপাল ইন্ডিয়া বর্ডার ডিসপুট ২০১৮"
আমরা এব্যাপারে সার্চ করে নেপালি সংবাদমাধ্যম 'নিউজ২৪নেপাল' আরেকটি ভিডিও খুঁজে পায়, যেটি ওই একই তারিখে আপলোড করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশন লেখা হয়েছিল, ‘‘कञ्चनपुरको पुनर्वासमा एसएसबीको ज्यादती, नेपालीले गरेको तारबार उखेलियो’’
এব্যাপারে ২০১৮ সালের ২৯ এপ্রিল প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন আমাদের নজরে আসে। কাঞ্চনপুরে ভারত-নেপালের সীমান্ত এলাকায় সমীক্ষা করা হয় বিতর্কিত সীমানা নিয়ে। এই সীমানা পুনঃর্বিন্যাস আবার থমকেও যায় একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে।
ত্রিপুরাতে আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভারতের বাংলাদেশের কাছে জমি চেয়ে অনুরোধ করে। এব্যাপরে প্রকাশিত খবর পড়া যাবে এখানে ও এখানে।
তবে, বুম আগরতলা বিমানবন্দর সম্প্রসারণ নিয়ে বাংলাদেশে ভারতীয় সেনাদের আগ্রাসনের কোনও খবর খুঁজে পায়নি।