‘সূর্যকিরণে’র আহত পাইলটের ভিডিও বায়ুসেনার ধৃত পাইলটের ছবি হিশেবে শেয়ার হচ্ছে
ব্যাঙ্গালোরের এই ভিডিওটি পাকিস্তানিদের পেজ-এ শেয়ার হচ্ছে পাক ফৌজের হাতে ধৃত দ্বিতীয় ভারতীয় পাইলটের ছবি হিশেবে

ব্যাঙ্গালোরে দুটি সূর্যকিরণ বিমানের সংঘর্ষে আহত ভারতীয় বায়ুসেনার এক পাইলটের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ব্যাখ্যা দিয়ে যে, তিনি নাকি পাকিস্তানি সেনার হাতে ধৃত দ্বিতীয় পাইলট । পাকিস্তানের অনেক ফেসবুক ব্যবহারকারী এবং নতুন করে পেজ খোলা অনেক পাক নাগরিক এই ভিডিওটি শেয়ার করছেন ।
ফেসবুকেও পোস্টটি ভাইরাল হয়েছে পাকিস্তানের হাতে ধৃত দ্বিতীয় ভারতীয় পাইলট হিসাবে ।

বুধবার পাক সেনাবাহিনী যে দু জন ভারতীয় পাইলটকে পাকড়াও করার দাবি জানায়, তার প্রেক্ষিতেই এই পোস্টটি ভাইরাল হয় । রয়টার জানাচ্ছে, পরে পাক সামরিক বাহিনীর মুখপাত্র জানান, দু জন নয়, একজন ভারতীয় পাইলটই তাঁদের হাতে ধরা পড়েছেন ।
তথ্য যাচাই
ভাইরাল হওয়া এই ভিডিওটি পাকিস্তানের নয়, ব্যাঙ্গালোরের, যখন এয়ারো ইন্ডিয়া বিমান প্রদর্শনীর আগের দিন মহড়া চালানোর সময় দুটি সূর্যকিরণ বিমান ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার একজন পাইলট আহত হন । ঘটনাটি ১৯ ফেব্রুয়ারির এবং ভিডিওয় যাঁকে দেখা যাচ্ছে, তিনি উইং কমান্ডার বিজয় শেলকে ।
দুর্ঘটনার পরেই ভিডিওটি ভাইরাল হয়, যেখানে এক স্থানীয় ছাত্রকে আহত পাইলটের সঙ্গে কথা বলতে এবং তাঁকে সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে, যার গোটাটাই ভিডিওটিতে ধরা পড়েছে । নীচে দেখুনঃ
বিভিন্ন মিডিয়াও ঘটনাটি রিপোর্ট করে এবং আহত পাইলটের সঙ্গে কথা বলা ব্যক্তিটির সাক্ষাত্কারও নেওয়া হয় ।

Claim : Video showing second IAF pilot arrested alive
Claimed By : Twitter users
Fact Check : FALSE
Next Story