ভাইরাল গুজব হুঁশিয়ারি: কাশ্মীর নিয়ে কথা বলা এই ব্যক্তি কোনও সৌদি যুবরাজ নন
এই বক্তা হলেন অস্ট্রেলীয় ধর্মীয় ভাষ্যকার ইমাম মহম্মদ তৌহিদি, যিনি তাঁর টুইটার হ্যান্ডেল “শান্তির ইমাম” নামেই অধিক পরিচিত।
Claim
“কাশ্মীর প্রসঙ্গে সৌদি যুবরাজের বক্তব্য। দেখুন কী সুন্দরভাবে এবং যুক্তিপূর্ণভাবে তিনি তাঁর খোলামেলা মতামত প্রকাশ করেছেন। পাকিস্তানের মুখের উপর এটা সৌদি যুবরাজের একটা মোক্ষম থাপ্পড়। দ্ব্যর্থহীন ভাষায় বাস্তব পরিস্থিতিটা তুলে ধরার জন্য তাঁকে অজস্র ধন্যবাদ!”
Fact
যাঁকে সৌদি যুবরাজ বলে চালানো হচ্ছে, তিনি আসলে একজন শিয়া ধর্মগুরু, ইমাম মহম্মদ তৌহিদি। তাঁকে অধিকাংশ লোক চেনে তাঁর টুইটার হ্যান্ডেল “শান্তির ইমাম” নামেই। তিনি অস্ট্রেলিয়ার একজন ইমাম, যিনি কট্টরপন্থী জঙ্গি ইসলামি মতাদর্শের বিরুদ্ধে প্রায়শ কথা বলার জন্য সুপরিচিত। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে যখন এই ভুয়ো খবরটি ভাইরাল হয়, তার পরে তৌহিদি নিজেই এটিকে ভুয়ো বলে শনাক্ত করে টুইট করেছিলেন—“না, আমি কৌনও সৌদি যুবরাজ নই।” বুম নিজেও ইতিপূর্বেই—যখন একটা মিথ্যে ক্যাপশন দিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছিল—তখন ১৯ ফেব্রুয়ারি এটির তথ্য-যাচাই করে পর্দাফাঁস করেছিল।