জয় শ্রী রাম না বলায় ত্রিপুরাতে সংখ্যালঘু বৃদ্ধের ওপর হামলার দাবিটি ভুয়ো
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট পর্ব চলাকালীন রাজনৈতিক হিংসার শিকার হন ওই ব্যক্তি

সোশ্যাল মিডিয়া পোস্টে একজন বয়স্ক ব্যক্তির ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, ত্রিপুরাতে জয় শ্রী রাম না বলায় বয়স্ক সংখ্যালঘু ব্যক্তির ওপর হামলা করা হয়েছে। ছবিটিতে একজন বয়স্ক ব্যক্তির মাথা ফেটে রক্ত বেরতে দেখা যাচ্ছে। জামাতেও লেগে রয়েছে রক্তের ছাপ। গালে দাড়ি রয়েছে ওই ব্যক্তির।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘এইতো আচ্ছে দিন এসে গেছে। আবার সেই ত্রিপুরা !! জয় শ্রী রাম না বলায় এক নিরীহ বয়স্ক সংখ্যালঘু মানুষের উপরে হামলা। ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ধিক্কার..বিজেপি’’
পোস্টটি ৬৬ লাইক ও ১৬৭ জন শেয়ার করেছেন। পোস্টটি এখানে দেখা যাবে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে জেনেছে, ছবিটি লোকসভা ভোট পর্ব চলাকালীন ত্রিপুরায় ঘটা রাজনৈতিক হিংসার। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অধীন ঘটে এই ঘটনাটি।
প্রথম দফার সাধারণ নির্বাচন চলাকালীন, ত্রিপুরার নানান অংশে হিংসা ছড়িয়ে পড়ে। তারই শিকার হয় ওই ব্যক্তি। তিনি আহত হন ১১ এপ্রিল, ২০১৯, ত্রিপুরা পশ্চিমের একটি বুথে।
এব্যাপরে প্রাকাশিত ছবি সহ প্রতিবেদন পড়া যাবে এখানে ও এখানে।


লোকসভা ভোট চলাকালীন ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম ছাপ্পা ভোটের অভিযোগ করে।
নির্বাচন কমিশন অভিযোগ খতিয়ে দেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ১৬৮ বুথে পুননির্বাচনের নির্দেশ দেয়।
ত্রিপুরায় এপর্যন্ত ভোট পরবর্তী হিংসায় বলি হয়েছেন ৩ জন। আহতের সংখ্যা শতাধিক।
ভোটের ফলাফল বেরনোর পরে বিহারে সংখ্যালঘুদের ওপর হামলা বলে সিরিয়া, কাশ্মীর ও উত্তরপ্রদেশের ছবি শেয়ার করা হয়েছিল। বুমের খন্ডন করা এরকম একটি প্রতিবেদন পড়া যাবে এখানে।
Claim : জয় শ্রী রাম না বলায় ত্রিপুরাতে সংখ্যালঘু বৃদ্ধর ওপরে হামলা
Claimed By : FACEBOOK POST
Fact Check : FALSE
Next Story