ফ্যাক্ট চেক
পশ্চিমবঙ্গ বিজেপি ফ্যান পেজ রাজস্থানের ছবি রাজ্যের বলে শেয়ার করছে
এই ছবিটি ডিসেম্বর ৮ এ বিনা-ভেরিফায়েড পেজটিতে শেয়ার করা হয়। পেজটির ৩০০০০০ এরও বেশি ফলোআর আছে।

BOOM পশ্চিমবঙ্গ বিজেপির রাষ্ট্রপতি দিলীপ ঘোষ কে যোগাযোগ করে, যিনি বলেন, দলের আইটি সেল পোস্টটি পরীক্ষা করবে। ঘোষ BOOM কে বলেন, "আমরা কোনও সমর্থকদের দ্বারা বিভ্রান্তিকর ভাবে এসব বিষয় পোস্ট করা হয়েছে কিনা তা পরীক্ষা করব। যদি জনগণকে বিভ্রান্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে এটি করে থাকে তবে আমাদের দলের সদস্যদের দ্বারা উপজুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া এই পোস্টটি পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকদের পেজে পোস্ট করা হয়েছে এবং এটির ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়ার কথা।" [contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
Next Story