অতিমারির তীব্রতা একটু স্তিমিত হওয়ায় প্রায় একবছর পর আগামী ১২ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে শুরু হতে চলেছে পঠন পাঠন।

করোনাভাইরাসের সংক্রমণের জন্য ২০২০ এর ১৬ মার্চ থেকে রাজ্যে সমস্ত স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয়।
বাজার হাট সহ অন্যান্য সবই স্বাভাবিক হয়ে গেলেও রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল এতদিন।
আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যে সব ধরণের স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ক্লাস শুরু করার কথা ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন যে সব স্বাস্থ্যবিধি মেনে স্কুল শুরু হবে, উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যালের পরীক্ষার্থীরাও স্কুলে যেতে যেতে পারবে।
রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সাথে ICSE ও CBSE বোর্ডের তরফেও ১২ তারিখ থেকে এই চারটি ক্লাস শুরু করার কথা জানানো হয়েছে।
রাজ্যে কলেজ- বিশ্ববিদ্যালয় কবে খুলবে এই নিয়ে ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক করবেন শিক্ষামন্ত্রি।
ক্লাসে আসার জন্য অবিভাবকের সম্মতি লাগবে এবং ছাত্রের উপস্থিতি বাধ্যতামূলক হবে না। কোভিড স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার এবং ক্লাসের ক্রম রুটিন ইত্যাদি পরবর্তীতে জানানো হবে।
রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১ এবং ১০ জুন থেকে এবং চলবে ১৫ এবং ৩০ জন পর্যন্ত।