গরু ও কয়লা পচারে মূল অভিযুক্ত বিনয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে তদন্তকারীদের দাবি। তাঁর মাধ্যমে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা গেছে বলে সিবিআই দাবি করছে।
রবিবার বেলা ১১ নাগাদ সিবিআই আধিকারিকরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সে সময় রুজিরা বাড়িতে না থাকায় নিরাপত্তা রক্ষীদের ফোন নম্বর দিয়ে রুজিরাকে যোগাযোগ করতে বলা হয়।
সিবিআইয়ের দাবি কয়লা কাণ্ডে শাসক দলের নেতা বিনয় মিশ্র, অনুপ মাঝি ওরফে লালার নাম উঠে এসেছে। সিবিআই তাদের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ এনেছে। অভিষেক টুইট করে বলেন, "আমরা ভীত নই। যাঁরা ভাবছেন এভাবে আমাদের ভয় দেখানো যাবে, তাঁরা ভুল ভাবছেন।"
রুজিরা সিবিআইকে চিঠি পাঠিয়ে সোমবার বলেন ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার তিনি দুপুর ১১ টা থেকে ৩ টে পর্যন্ত জেরার মুখোমুখি হতে প্রস্তুত। তাঁকে সিবিআই যেন সময় জানায়। অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে সোমবার ১২টা থেকে ৩টে পর্যন্ত জেরা করে সিবিআই।
ঘটনা প্রবাহ নিয়ে এখনও নীরব রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে রবিবার ভাষা দিবসের অনুষ্ঠানে বলেন, "বাঘের বাচ্চা ভয় পায়না বিড়ালকে।" রাজ্যে ভোটের আগে সিবিআই-এর তৎপরতা রাজনৈতিক মনে করছে শাসক দল।